1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
মুন্সীগঞ্জে জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

মুন্সীগঞ্জে জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

রিপোর্টারের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার দেখা হয়েছে
মুন্সীগঞ্জের সিরাজদীখানে চকদারপাড়া গ্রামে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে জামায়াতের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি || মুন্সীগঞ্জের সিরাজদীখানে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

রবিবার (১৪ ডিসম্বের) বিকালে জেলার সিরাজদীখান উপজেলার চকদারপাড়া গ্রামের ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে জামায়াত নেতাকর্মীরা যোগদান করেন।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেনের নেতৃত্বে যোগদান করা শতাধিক নেতাকর্মীর হাতে ধানের শীষ তুলে দিয়ে বরণ করে নেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) আসনের বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।

দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির দলীয় প্রার্থী শেখ আব্দুল্লাহ বলেন, “সবারই জ্ঞান-বুদ্ধি আছে। আল্লাহ তোমাদের (জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের) স্মরণশক্তি ফিরিয়ে দিয়েছেন। যে দল বাংলাদেশের স্বাধীনতাবিরোধী, তাকে কি জনগণ কখনো পছন্দ করবে?”

প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরো বলেন, “তারা এতদিন পরে বুঝতে পেরেছেন যে, বিএনপিই সঠিক দল এবং এটি বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের দল।”

এ সময় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেন বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের ৩১ দফায় অনুপ্রাণিত হয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।”

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, সহ-সভাপতি মোতাহার হোসেন ও মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. সিদ্দিক মোল্লা, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিব সরকার, ইছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্যসচিব শাহাদাৎ সিকদার, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT