1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
হাদির ওপর হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি না নিশ্চিত নয় বিজিবি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি না নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার দেখা হয়েছে
সোমবার সকালে সংবাদ সম্মেলনে কথা বলেন বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

ময়মনসিংহ প্রতিনিধি || বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, “ঢাকায় শরীফ ওসমান হাদীর ওপর গুলি বর্ষণকারীরা ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে কিনা তা পুরোপুরি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ ক্ষেত্রে মানবপাচারকারী ফিলিপ স্নালকে আটকের জন্য বিজিবি সর্বাত্মক চেষ্ঠা চালাচ্ছে। পুলিশ, বিজিবি এবং সোর্সের তালিকায় এ ঘটনার সঙ্গে জড়িত তার নাম বারবার আসছে।”

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর খাগডহর বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

গতকাল রবিবার ঢাকা মহানগর, ময়মনসিংহ ও হালুয়াঘাট থানা পুলিশের যৌথ অভিযানে ওসমান হাদীর হামলাকারীদের পালাতে সহায়তাকারী সন্দেহভাজন দুইজনকে আটকের পর আলোচনায় আসে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত। এ কারণে আজ এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিজিবি ময়মনসিংহ।

কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, “গত শুক্রবার হামলার ঘটনার পর রাত ৯ টার মধ্যে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় টহল এবং চেকপোষ্ট বসানো হয় সীমান্তের অধিকাংশ স্থানে। পরদিন অর্থাৎ শনিবার পুলিশ এবং বিজিবির সমন্বয়ে যৌথ অপারেশনের প্ল্যান করা হয়। ঢাকা থেকে আসা পুলিশ কর্মকর্তার সঙ্গে বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডারের নিয়মিত যোগাযোগ এবং অপারেশন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। আলোচনায় দুইটি স্থানে এক সঙ্গে অপারেশনের প্ল্যান করা হয়। সন্দেহভাজন হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতে অবস্থানরত ফিলিপ স্নালকে আটকের পরিকল্পনা করা হয়।”

তিনি বলেন, “পুলিশের আরেকটি টিম হালুয়াঘাট এলাকায় অপারেশন প্ল্যান করে। হালুয়াঘাটে অপারেশনের বিষয়ে বিজিবি সোর্স এবং অন্যান্য বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করেছে।”

“অপরদিকে নালিতাবাড়ীর বারোমারি এলাকায় অপারেশন পরিচালিত হয় বিজিবির নেতৃত্বে এবং ঢাকা হতে আগত ও হালুয়াঘাট থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে। কিন্তু ফিলিপকে পাওয়া যায়নি। তবে, তার স্ত্রী ডেলটা চিরান, শ্বশুড় ইয়ারসন রংডি এবং মানব পাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করা হয়। তাদের বাড়ি থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়”, যোগ করেন তিনি।

বিজিবির এই কর্মকর্তা বলেন, “পরিবারের তিনজনসহ এ পর্যন্ত বিজিবি চারজনকে গ্রেপ্তার করেছে। সোমবার সকালে মানবপাচারকারী বেঞ্জামিন চিরামকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT