1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
কালীগঞ্জে পরিবেশ রক্ষায় করণীয় নির্ধারণে বাপার পরামর্শ সভা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

কালীগঞ্জে পরিবেশ রক্ষায় করণীয় নির্ধারণে বাপার পরামর্শ সভা

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || দখল ও দূষণের চাপে ক্রমশ বিপন্ন হয়ে উঠছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রকৃতি ও পরিবেশ। এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজতেই বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে এ সভা হয়।

‘দখল-দূষণে বিপন্ন পরিবেশ: সংকট উত্তরণে আমাদের করণীয়’ শীর্ষক এ সভায় কালীগঞ্জ উপজেলার নদ-নদী ও জলাশয়ের দখল ও দূষণ; গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প বর্জ্যের ক্ষতিকর প্রভাব; অবৈধ ইটভাটা ও বায়ুদূষণ; শব্দদূষণ, অপরিকল্পিত নগরায়ন ও যোগাযোগ ব্যবস্থার নেতিবাচক দিক; পরিবেশ স্বাস্থ্য ও নিরাপদ খাদ্যের সংকট, জীববৈচিত্র্য ধ্বংস এবং শালবন উজাড় হওয়ার মতো গুরুতর বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

সভায় স্থানীয় বাস্তবতার আলোকে কালীগঞ্জের সার্বিক পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় করণীয় নির্ধারণ এবং ভবিষ্যৎ কর্মপন্থা প্রণয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাতীয় কমিটির সদস্য মো. হাফিজুল ইসলাম, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান ইউসুফ খান, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, কালীগঞ্জ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. মাশহুদুর রহমান সাজেদ, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান আরমান ও সেক্রেটারি রফিক সরকার।

এছাড়া, পরিবেশ সচেতন নাগরিক, মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।

সভায় বাপার নেতারা বলেন, কালীগঞ্জের পরিবেশ রক্ষায় এখনই সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এ পরামর্শ সভা সে উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ ধাপ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT