1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
‘ধুরন্ধর’ সিনেমার যত রেকর্ড - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

‘ধুরন্ধর’ সিনেমার যত রেকর্ড

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || প্রায় আড়াই বছর পর নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। গত ৫ ডিসেম্বর ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমা। চলতি বছরে রণবীর সিংয়ের মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা এটি। আদিত্য ধর নির্মিত এ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। এরই মধ্যে বেশ কিছু রেকর্ড গড়েছে সিনেমাটি।

সাত বছরে রণবীরের সবচেয়ে বেশি আয়
‘ধুরন্ধর’ সিনেমার বর্তমান আয়ের নিরিখে, রণবীর সিং তার অভিনীত ‘সিম্বা’ সিনেমার আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। ‘সিম্বা’ সিনেমা শুধু ভারতে আয় করে ২৪০.৩০ কোটি রুপি। গত সাত বছরে রণবীর সিং অভিনীত যত সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে সর্বোচ্চ আয়কৃত (গ্রস) সিনেমা ‘ধুরন্ধর’। কেবল তাই নয়, রণবীরের ২০ বছরের ক্যারিয়ারে সবচেয়ে বেশি আয়কৃত সিনেমার তালিকায় ‘ধুরন্ধর’ দ্বিতীয়।

আদিত্যর ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয়ের দিন
‘ধুরন্ধর’ সিনেমা পরিচালনা করেছেন আদিত্য ধর। সিনেমাটি তাকে তার ক্যারিয়ারে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তার নির্মিত ‘উরি: সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমা একদিনে সর্বোচ্চ আয় করেছিল ১৭.১৭ কোটি রুপি। কিন্তু ‘ধুরন্ধর’ সিনেমা কয়েক গুণ বেশি আয় করে সেই রেকর্ড ভেঙেছে। সিনেমাটির একদিনের সর্বোচ্চ আয় ৫৭ কোটি রুপি; যা পরিচালক আদিত্য ধরের সিনেমার একদিনে সবচেয়ে বেশি আয়।

‘ছাবা’ সিনেমার পরই ‘ধুরন্ধর’
২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ‘ধুরন্ধর’ বছরের অন্যতম বড় পারফরমার হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছে। সিনেমাটি মুক্তির প্রথম রবিবারে ৪৪.৮০ কোটি রুপি আয় করে; যা চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রথম রবিবারের সংগ্রহ। খুব অল্প ব্যবধানে এ তালিকার শীর্ষ রয়েছে ভিকি কৌশলের ‘ছাবা’ (৪৯.০৩ কোটি রুপি) সিনেমা। প্রথম শনিবারে সিনেমাটি আয় করে ৩৩.১০ কোটি রুপি। এটি বছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রথম শনিবারের সংগ্রহ, এ তালিকারও শীর্ষে রয়েছে ভিকির ‘ছাবা’ সিনেমা। তবে অন্যান্য সিনেমাকে ছাড়িয়ে গেছে ‘ধুরন্ধর’।

নিজেই নিজেকে টপকে গেলেন রণবীর
‘ধুরন্ধর’ সিনেমার বক্স অফিস যাত্রায় সবচেয়ে বড় হাইলাইটগুলোর একটি হলো—রণবীর সিংয়ের ব্যক্তিগত মাইলস্টোন। প্রথম রবিবারে সিনেমাটি ৪৪.৮০ কোটি রুপি আয় করে; যা তার ক্যারিয়ারে সর্বোচ্চ একদিনের সংগ্রহ। আয়ের এই অঙ্কটি রণবীর অভিনীত ‘পদ্মাবত’ সিনেমার সর্বোচ্চ একদিনের আয়কে (৩২ কোটি রুপি) ছাড়িয়ে গেছে।

প্রথম মঙ্গলবারে সর্বোচ্চ আয়
যে বিষয়টি ট্রেড অ্যানালিস্টদের চমকে দিয়েছে, তা হলো—সিনেমাটির দুর্দান্ত উইকডে পারফরম্যান্স। মুক্তির প্রথম মঙ্গলবারে ‘ধুরন্ধর’ আয় করে ২৮.৬০ কোটি রুপি; যা ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে প্রথম মঙ্গলবারে সর্বোচ্চ সংগ্রহ। ‘ছাবা’ এবং ‘সাইয়ারা’ এর মতো শক্তিশালী সিনেমাগুলোকেও ছাপিয়ে গেছে ‘ধুরন্ধর’। মুক্তির প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ‘ধুরন্ধর’ ২০৭.২৫ কোটি রুপি আয় করে।

রেকর্ড ভাঙার দ্বিতীয় রবিবার
‘ধুরন্ধর’ সিনেমা দ্বিতীয় রবিবারে ৫৯ কোটি রুপি আয় করে। হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ দ্বিতীয় রবিবারের সংগ্রহ এটি। এর আগে ‘পুষ্পা টু’ সিনেমা ৫৪ কোটি রুপি আয়ের (নিট) রেকর্ড ছাড়িয়েছে। এই অঙ্কের মাধ্যমে ‘ধুরন্ধর’ একাধিক দশম দিনের রেকর্ডও ভেঙেছে। পেছনে ফেলা সিনেমাগুলো হলো—‘জওয়ান’ (৩৮ কোটি রুপি), ‘পুষ্পা টু’ (৫৪ কোটি রুপি), ‘স্ত্রী টু’ (৪০ কোটি রুপি) এবং ‘অ্যানিমেল’ (৩৩ কোটি রুপি)। এ পরিসংখ্যান শুধু হিন্দি সংস্করণের জন্য প্রযোজ্য।

সর্বকালের সর্বোচ্চ দ্বিতীয় উইকএন্ড
‘ধুরন্ধর’ সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলস্টোনগুলোর একটি হলো—দ্বিতীয় উইকএন্ডে সবচেয়ে বেশি আয়কৃত সিনেমার মুকুট ‘পুষ্পা টু’ এর কাছ থেকে ছিনিয়ে নেওয়া। ১২৭ কোটি রুপি (নিট) আয় করে এতদিন এই রেকর্ড ধরে রেখেছিল ‘পুষ্পা টু’ সিনেমা। দ্বিতীয় সপ্তাহে ‘ধুরন্ধর’ সিনেমা ১৪০ কোটি রুপির (নিট) বেশি আয় করে সেই রেকর্ড ভেঙে দিয়েছে।

‘ধুরন্ধর’ কার্যত ব্লকবাস্টার
‘ধুরন্ধর’ সিনেমা এখন আনুষ্ঠানিকভাবে ডি ফ্যাক্টো ব্লকবাস্টার। মাত্র ১০ দিনে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৩৫১ কোটি রুপি আয় করেছে; যা সাম্প্রতিক বছরের সবচেয়ে বড় হিন্দি গ্রসার সিনেমার জায়গা দখল করেছে। ১৪৪ কোটি রুপি আয় করে মুক্তির দ্বিতীয় সপ্তাহে ঐতিহাসিক রেকর্ড গড়ে সিনেমাটি; যা কোনো ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ দ্বিতীয় উইকএন্ড।

তথ্যসূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT