1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আমরা সংগীতশিল্পীরা বিপদে পড়ে যাব: অর্ণব - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

আমরা সংগীতশিল্পীরা বিপদে পড়ে যাব: অর্ণব

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে
সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব

বিনোদন ডেস্ক || রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।

শুক্রবার (১৯ ডিসেম্বর) অর্ণব তার ফেসবুকে ছায়ানটে ধ্বংসযজ্ঞ চালানো নানা মুহূর্ত শেয়ার করেছেন। এই পোস্ট তিনি বলেন, “আমাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং ভোট দিতে হবে…। অন্যথায় আমরা সংগীতশিল্পীরা বিপদে পড়ে যাব!”

নির্বাচনে ভোট প্রদানই সংকটের অবসান হতে পারে বলে মনে করেন অর্ণব। তার ভাষায়, “চেয়ে দেখুন, তারা ছায়ানটের কী অবস্থা করেছে! ভোট দেওয়াই একমাত্র উপায়, যার মাধ্যমে আমরা লড়াই করতে পারি। অন্যদেরও একই কাজ করার উৎসাহ দিতে পারি।”

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রথমে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। পরে একটি দল কারওয়ানবাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়, পরে দৈনিক ডেইলি স্টার ভবনে ভাঙচুর-অগ্নিসংযোগ করে। রাত দেড়টা থেকে আড়াইটার দিকে একদল বিক্ষোভকারী ধানমন্ডিতে ছায়ানটে হামলা চালায়।

হামলাকারীরা ছায়ানটে যা পেয়েছেন তাই ভাঙচুর করেছেন। তবলা, হারমোনিয়াম, তানপুরা থেকে শুরু করে বিভিন্ন বাদ্যযন্ত্র ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। তিনতলার একটি ভবনে পুড়ে যাওয়া বাদ্যযন্ত্রের সঙ্গে স্তুপকারে পড়ে আছে পুড়ে যাওয়া বই। পুরো মনিটরিং সিস্টেম, ক্লোজড সার্কিট ক্যামেরা, স্পিকার, লাইট ও ফ্যান ভেঙে ফেলা হয়েছে। সেখানে থাকা মাটির তৈরি চারুকর্ম ও শিল্প কর্ম ভেঙে ফেলা হয়েছে।

ন্যাক্কারজনক এ ঘটনাকে ‘ফৌজদারি অপরাধ’ এবং ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছায়ানটের ক্ষয়ক্ষতি নিরূপন, দোষীদের আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করছে বলে আশ্বস্ত করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT