1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি নারী প্রয়াসের - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি নারী প্রয়াসের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস। পাশাপাশি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।

সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী অধ্যাপক শামীমা নাসরীন বলেন, “হাদি ছিলেন জুলাই অভ্যুত্থানের একজন অকুতোভয় যোদ্ধা। তিনি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। তাঁকে কেন হত্যা করা হলো এই প্রশ্নের জবাব জাতির সামনে দিতে হবে। যারা এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “হাদিরা মরে না, তারা আদর্শ হয়ে বেঁচে থাকে। অথচ সরকার একজন জুলাইযোদ্ধাকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। আজ আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে এখানে দাঁড়িয়েছি।”

ড. শামীমা নাসরীন আরো বলেন, “একাধিক জুলাইযোদ্ধা হামলা ও হত্যার শিকার হচ্ছেন। এসব ঘটনাকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দেওয়া যাবে না। কোনো জুলাইযোদ্ধা আত্মহত্যা করতে পারে না- এই হত্যাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

মানববন্ধনে বক্তব্য দেন সম্মিলিত নারী প্রয়াসের সাধারণ সম্পাদক অধ্যাপক ফেরদৌস আরা খানম। তিনি বলেন, “হাদি হত্যার মধ্য দিয়ে ভয় সৃষ্টি করার চেষ্টা চলছে। এটি প্রমাণ করে জুলাইযোদ্ধা ও সাধারণ মানুষের জীবন আজ নিরাপদ নয়। পরিচিত যোদ্ধাদের প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে।”

তিনি বলেন, “হাদি ছিলেন জুলাই বিপ্লবের একজন বুদ্ধিবৃত্তিক যোদ্ধা। তিনি ফ্যাসিবাদের সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধেও সংগ্রাম শুরু করেছিলেন। আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু জুলাইয়ের চেতনা থেকে সরে যাব না।”

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক মাহসিনা মমতাজ মারিয়া ও সাংবাদিক লাবিন রহমানসহ সম্মিলিত নারী প্রয়াসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ নভেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT