1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নতুন রণতরী তৈরির ঘোষণা দিলেন ফরাসি প্রেসিডেন্ট - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

নতুন রণতরী তৈরির ঘোষণা দিলেন ফরাসি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, তিনি দেশের সামুদ্রিক সামরিক সক্ষমতা বাড়াবেন। তিনি পুরনো চার্লস ডি গল ক্যারিয়ারের স্থলাভিষিক্ত হিসেবে একটি নতুন, বৃহত্তর এবং আরো আধুনিক বিমানবাহী রণতরী তৈরির পরিকল্পনা করছেন।

হরমুজ প্রণালীর কাছে অবস্থিত আবুধাবিতে অবস্থিত একটি ফরাসি সামরিক ঘাঁটিতে সেনাদের উদ্দেশে রবিবার ভাষণের সময় এই পরিকল্পনার কথা জানিয়েছেন।

ম্যাক্রোঁ মূলত ২০২০ সালে এই পরিকল্পনার কথা বলেছিলেন।

তিনি বলেছেন, “এই বিশাল কর্মসূচি চালু করার সিদ্ধান্ত চলতি সপ্তাহে নেওয়া হয়েছে।”

ম্যাক্রোঁ জানিয়েছেন, এই প্রকল্পটি ফ্রান্সের শিল্প ভিত্তি, বিশেষ করে ছোট ও মাঝারি আকারের ব্যবসাগুলোকে চাঙ্গা করবে।

সামরিকমন্ত্রী ক্যাথেরিন ভাউট্রিন এক্স-এ এক পোস্টে জানিয়েছেন, নতুন জাহাজটি ২০৩৮ সালে পরিষেবায় প্রবেশ করবে। ওই সময় চার্লস ডি গল অবসর নেওয়ার কথা রয়েছে। এই রণতরীটি ২০০১ সালে পরিষেবায় প্রবেশ করেছিল।

কেন্দ্র এবং মধ্যপন্থী বামপন্থীদের কিছু ফরাসি আইন প্রণেতা সম্প্রতি ফ্রান্সের রাষ্ট্রীয় আর্থিক সংকটের কারণে একটি নতুন বিমানবাহী রণতরী তৈরির প্রকল্পটি স্থগিত করার পরামর্শ দিয়েছেন।

ফ্রান্স এখনো ইউরোপের শীর্ষস্থানীয় সামরিক শক্তিগুলোর মধ্যে একটি এবং মাত্র পাঁচটি পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে একটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT