1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
গৃহবন্দি থেকে কারাবাসের সাজা ভোগের চেষ্টায় বিফল নাজিব - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

গৃহবন্দি থেকে কারাবাসের সাজা ভোগের চেষ্টায় বিফল নাজিব

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || দুর্নীতির মামলায় কারাবন্দি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের গৃহবন্দি অবস্থায় সাজা ভোগের আবেদন খারিজ করে দিয়েছে দেশটির আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) কুয়ালালামপুর হাইকোর্ট এ রায় দেন।

হাইকোর্ট জানিয়েছে, নাজিবকে গৃহবন্দিতে রাখার অনুমোদনসংবলিত রাজকীয় নথিটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জারি না হওয়ায় সেটি আইনগতভাবে বৈধ নয়। খবর আলজাজিরার।

আদালতের এ রায়ের ফলে আলোচিত ‘১ এমডিবি আর্থিক কেলেঙ্কারি’ এ মামলায় দণ্ডিত নাজিব রাজাক আরেকটি বড় আইনি ধাক্কা খেলেন। তিনি ২০২২ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন।

গৃহবন্দির আবেদন প্রত্যাখ্যানের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন নাজিব রাজাক ওয়ানএমডিবি কেলেঙ্কারির সবচেয়ে বড় মামলার রায়ের মুখোমুখি হতে যাচ্ছেন। শুক্রবার আরেকটি আদালতে ওই মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে।

২০০৯ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ওয়ানএমডিবি নামে এই সার্বভৌম ফান্ড প্রতিষ্ঠা করেছিলেন নাজিব নিজেই। বিদেশে অংশীদারির ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতি ত্বরান্বিত করতেই এটা প্রতিষ্ঠা করা হয়। কিন্তু দুর্নীতি এর তহবিলকে একদম শেষ করে ফেলে। ওয়ানএমডিবি থেকে সাড়ে ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে আরও বেশ কয়েকটি ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে নাজিবের বিরুদ্ধে। আইনজীবীদের অভিযোগ, নাজিব ওই রাষ্ট্রীয় তহবিলের ১০০ কোটি ডলারের বেশি অর্থ নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবে সরিয়ে নেন।

দুর্নীতির কারণে ২০১৮ সালের নির্বাচনে নাজিবের দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) নেতৃত্বাধীন জোটের ভরাডুবি হয়।

নাজিব রাজাক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT