1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বাস্তবে নায়ক-নায়িকা বিয়ে করলে দর্শকদের মোহ কমে যায়: শাকিল - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বাস্তবে নায়ক-নায়িকা বিয়ে করলে দর্শকদের মোহ কমে যায়: শাকিল

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার দেখা হয়েছে
চিত্রনায়ক শাকিল খান

বিনোদন ডেস্ক || রুপালি জগতের নায়ক-নায়িকা বাস্তব জীবনে বিয়ে করলে দর্শকদের মোহ কমে যায় বলে মন্তব্য করেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন ‘আমার ঘর আমার বেহেশত’খ্যাত এই নায়ক।

শাকিল খান বলেন, “একসময় বিয়ে করলে নায়ক-নায়িকাদের ক্যারিয়ার কার্যত থেমে যেত। অথচ সময় বদলেছে, বিয়ে করেও আজ সুপারস্টার হয়ে উঠেছেন শাকিব খান।”

তবে শাকিব খানের উদাহরণটি ব্যতিক্রমী। ফলে পুরো বিষয়টিকে সমর্থন করেন না শাকিল খান। বরং প্রশ্ন ছুড়ে দিয়ে এই নায়ক বলেন, “অনন্ত জলিল আর বর্ষার সিনেমা কি চলছে? শাকিব-বুবলির সিনেমা কি সত্যিকারের অর্থে চলে? বুবলির কিছু সিনেমা চললেও অপু বিশ্বাসের সিনেমা তো চলছে না। শেষ পর্যন্ত একমাত্র শাকিব খানের সিনেমাই চলছে।”

নায়ক-নায়িকা বাস্তব জীবনে বিয়ে করলে দর্শকদের আগ্রহ কমে যায় বলে মন্তব্য করেন শাকিল খান। তার মতে, “সিনেমা মানেই একধরনের স্বপ্নের জগৎ। সিনেমা হলো গতিশীল এক শিল্প। দর্শক যখন সিনেমা দেখে, তখন সে বাস্তবতা ভুলে স্বপ্নে ডুবে যায়। প্রেমের দৃশ্যে হারিয়ে যায়, হিরো-হিরোইনের কান্নায় চোখ ভিজে ওঠে। এই আবেগটাই সিনেমার প্রাণ। হিরো-হিরোইন যখন অবিবাহিত থাকেন, তখন দর্শকের কল্পনায় তাদের প্রতি আকর্ষণটা অনেক বেশি থাকে। বাস্তব জীবনে বিয়ে হয়ে গেলে সেই মোহটা কমে যায়—এটাই বাস্তবতা।”

বিয়ের পরও নায়ক-নায়িকাদের আবেদন রয়ে যায়, তবে তা ব্যতিক্রম। এ নায়ক বলেন, “ব্যতিক্রম থাকলেও সামগ্রিকভাবে বিবাহিত নায়ক-নায়িকার সিনেমায় আবেদন কমে আসে। দর্শক তখন আর পুরোপুরি চরিত্রের ভেতরে ঢুকে যেতে পারেন না। ফলে সিনেমার প্রতি আগ্রহও ধীরে ধীরে হ্রাস পায়।”

১৯৯৪ সালে রুপালি জগতে যাত্রা শুরু করেন শাকিল খান। ১৯৯৭ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘আমার ঘর আমার বেহেশত’। এ সিনেমা তাকে পরিচিতি এনে দেয়। তারপর টানা এক দশকের বেশি সময় ঢালিউডের জনপ্রিয় নায়কদের তালিকায় ছিলেন। অ্যাকশন, রোমান্টিক ও পারিবারিক—সব ধরনের সিনেমায় সাবলীল উপস্থিতি তাকে দর্শকের কাছে আলাদাভাবে পরিচিত করে তোলে। শাকিল খান এখন অভিনয় থেকে দূরে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT