1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
৩ হাজার শীতার্ত পেল গরম কাপড় - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

৩ হাজার শীতার্ত পেল গরম কাপড়

নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার দেখা হয়েছে
নীলফামারীর দুটি উপজেলার শীতার্ত মানুষের মধ্যে রবিবার কম্বল, শাল ও রুম হিটার বিতরণ করেছে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা

নীলফামারী প্রতিনিধি || শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সেবামূলক সংস্থা ‘যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’। শীতের কষ্ট লাঘবে সংস্থাটির উদ্যোগে নীলফামারীর ডোমার ও জলঢাকা উপজেলার ৩ হাজার ৭০ জন দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র ও রুম হিটার বিতরণ করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে ডোমার ও জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে ২ হাজার ৪০০টি কম্বল, ৫০০টি শাল এবং ১৭০টি রুম হিটার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র বাংলাদেশে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, নীলফামারীর স্থানীয় প্রতিনিধি সোহেল রানা, নূর কামাল, বুলবুল ইসলাম, দেলোয়ার হোসেন ও আল আমিন।

আয়োজকরা জানান, যাদের প্রয়োজনীয় শীতবস্ত্র ক্রয়ের সক্ষমতা নেই তাদের সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শীতকালে এমন উপহার পেয়ে উপকারভোগীরা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, চলতি শীতে জনপ্রতিনিধিদের কাছ থেকে কোনো সহায়তা পাননি। শীতবস্ত্র বিতরণের এই কার্যক্রমে অনেক দরিদ্র মানুষ উপকৃত হচ্ছেন বলে উল্লেখ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT