1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই: সিইসি - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের ওপর যে নেতিবাচক অপবাদ আরোপ করা হচ্ছে, তা থেকে মুক্তি পেতে আইনের শাসনের বাস্তব প্রয়োগ দেখানোর আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়ে প্রমাণ করতে চাই, নির্বাচন কমিশন দায়িত্ব পালনে সক্ষম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিং সভায় এসব কথা বলেন সিইসি।

সভা শুরুর আগে সম্প্রতি প্রয়াত ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনার ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, “আইনের শাসন মানে আইন সবার জন্য সমান। আইন কখনো পক্ষপাতদুষ্ট হতে পারে না। এই নির্বাচন পরিচালনায় মাঠ প্রশাসনের ওপর যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালন করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।”

পূর্ববর্তী নির্বাচনগুলো নিয়ে ওঠা সমালোচনার প্রসঙ্গ টেনে নাসির উদ্দিন বলেন, “সামষ্টিকভাবে নির্বাচন ব্যবস্থার ওপর নানা অভিযোগ আরোপ করা হচ্ছে। বলা হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে কিংবা ম্যানেজড ইলেকশন হচ্ছে। এই অপবাদ থেকে বেরিয়ে আসতেই আমাদের প্রমাণ দিতে হবে যে আমরা আইন মেনেই একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি।”

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরো বলেন, “আপনারাই মাঠে সরকারের কার্যক্রম সচল রাখেন, পুরো সিস্টেমটি টিকিয়ে রাখেন। আপনাদের সাহসী অবস্থানই নির্বাচন কমিশনকে শক্ত করে।”

সিইসি বলেন, “আমাকে খুশি করার কোনো প্রয়োজন নেই। আপনারা আইন ও বিধি অনুযায়ী নিজ নিজ অধীনস্থদের পরিচালনা করবেন। কোথাও কোনো বিচ্যুতি যেন না ঘটে, সেদিকে কঠোর নজর রাখতে হবে। আপনারা যখন আইন প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা রাখবেন, তখন নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে এটাই আমাদের অঙ্গীকার।”

তিনি আরো বলেন, “মাঠ পর্যায়ের কর্মকর্তারা বুক ফুলিয়ে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিলে নির্বাচন কমিশনও একইভাবে সাহসী সিদ্ধান্ত নিতে পারবে। সিস্টেম যেন ঠিকভাবে ডেলিভারি দিতে পারে, সেটি নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরই।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT