1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
মেহেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

মেহেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার দেখা হয়েছে

মেহেরপুর প্রতিনিধি || মেহেরপুরে ড্রাম ট্রাকের চাপায় লিজন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী রাকিবুল ইসলাম (২৮)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার টেংরামারি-আশরাফপুর সড়কে দুর্ঘটনার শিকার হন তারা।

মারা যাওয়া লিজন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। আহত রাকিবুল ইসলাম চক শ্যামনগর গ্রামের হুদা মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, রাকিবুল ও লিজন মোটরসাইকেলে করে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে মেহেরপুর সদর উপজেলার টেংরামারি গ্রামে রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছিলেন। আশরাফপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাদের বহনকারী মোটিরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই লিজনের মৃত্যু হয়।

এলাকাবাসী আহত রাকিবুলকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থা অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT