1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সালমানকে কেন ‘দুষ্টু, বিরক্তিকর’ বললেন মাধুরী? - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সালমানকে কেন ‘দুষ্টু, বিরক্তিকর’ বললেন মাধুরী?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিতে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়াই মুশকিল! তার রূপ, অভিনয় আর ঝড় তোলা নাচ ভোলার মতো নয়। প্রায় তিন দশক আগে সালমান খানের সঙ্গে ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমায় অভিনয় করেন মাধুরী। সিনেমাটির শুটিংয়ের সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে সালমান খানকে ‘দুষ্টু’ ও ‘বিরক্তিকর’ বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

জুম-কে দেওয়া সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত বলেন, “সালমান খুব দুষ্টু হতে পারে। কখনো কখনো তাকে বিরক্তিকর লাগতে পারে। যেমন: ‘তুমি এখন কেন বিরক্ত করছো, একটা গুরুত্বপূর্ণ দৃশ্য চলছে!’ কিন্তু এসবকিছুই আমাদের দু’জনের মধ্যে একটা ‘দুষ্টু সম্পর্ক’ গড়ে তুলতে সাহায্য করেছে। আমরা এগুলো করতে পেরেছিলাম। কারণ আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া ছিল।”

খানিকটা ব্যাখ্যা করে মাধুরী দীক্ষিত বলেন, “সবসময় ফোনে কথা বলতে হবে বা যোগাযোগ রাখতে হবে—এমনটা নয়। কিন্তু যখনই আমরা দেখা করি, তখন সেখানে উষ্ণতা থাকে, সম্মান থাকে, একে অপরের প্রতি আন্তরিক ভালোবাসা থাকে। আমরা একসঙ্গে খুব ভালো কাজ করেছি।”

কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে সালমান খানকে নিয়ে মাধুরী দীক্ষিত বলেছিলেন—“শুটিংয়ের সময়ে সালমান খুব চুপচাপ থাকে। কিন্তু আদপে ও ভীষণ দুষ্টু। নানারকম দুষ্টু বুদ্ধি খেলতে থাকে ওর মাথায়। কেতাদুরস্ত এক মানুষ সালমান খান।”

‘হাম আপকে হ্যায় কৌন’ ছাড়াও ‘সাজন’, ‘হাম তুমহারে হ্যায় সনম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সালমান খান ও মাধুরী।

সালমান খানের পরবর্তী সিনেমা ‘দ্য ব্যাটল অব গালওয়ান’। ২০২০ সালের জুনে সংগঠিত সালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সৈন্যদের বিরোধের উপর ভিত্তি করে তৈরি হয়েছে গল্প। কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সালমান। এজন্য শারীরিকভাবে নানা পরিবর্তনও করেছেন এই অভিনেতা। এটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া।

মাধুরী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভুল ভুলাইয়া থ্রি’। আনিস বাজমি নির্মিত এ সিনেমা ২০২৪ সালের ১ নভেম্বর মুক্তি পায়। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল এটি। চলতি বছরে তার কোনো সিনেমা মুক্তি পায়নি। ‘মা বেহেন’ নামে একটি সিনেমার কাজ হাতে নিয়েছেন এই অভিনেত্রী। ২০২৬ সালে এটি মুক্তির কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT