1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অফিসেও প্রবেশের চেষ্টা বিক্ষোভকারীদের - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অফিসেও প্রবেশের চেষ্টা বিক্ষোভকারীদের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অফিসের সামনে থাকা ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে হিন্দুত্ববাদী সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সমর্থকরা। বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন ও দীপু চন্দ্র দাসের হত্যাসহ বিভিন্ন ইস্যুতে মঙ্গলবার সংগঠনটির বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা মিশনের সামনে জড়ো হতে থাকে। তাদেরকে আটকাতে পুলিশ প্রশাসনও প্রস্তুত ছিল। লোহার ব্যারিকেড দিয়ে বেশ কয়েকটি নিরাপত্তা স্তর তৈরি করা হয়েছিল। কিন্তু তারপরেও কিছু বিক্ষুব্ধ কর্মী তৃতীয় ব্যারিকেড ভেঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এসময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। একসময় বিক্ষোভকারীদের থামাতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। তাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। প্রাথমিকভাবে তাদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রগুলোতে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। পাশাপাশি বিশৃঙ্খলা তৈরীর অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। এসময় প্রিজন ভ্যানের সামনে কয়েকজন শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন।

এদিন কেবল হিন্দুত্ববাদী সংগঠনগুলিই নয়, সিপিআইএমসহ বিভিন্ন বামপন্থী দলগুলোর আহবানে মিশনের উদ্দেশ্যে কেন্দ্রীয় মিছিল বের হয়। আলাদা করে বিকালে বিভিন্ন গণসংগঠন এবং ব্যক্তিবর্গের উদ্যোগে মিছিল ও মানববন্ধন নেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে কর্মসূচির ডাক দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল। এই দুই হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা হাইকমিশনের সামনে থাকা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা চালিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সর্বশেষ জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT