1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নিজের স্ত্রীর সমালোচনাকারীদের আবর্জনা খেতে বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

নিজের স্ত্রীর সমালোচনাকারীদের আবর্জনা খেতে বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স তার স্ত্রীর জাতিগত পরিচয় নিয়ে করা বর্ণবাদী মন্তব্য এবং তাদের দাম্পত্য কলহ নিয়ে ছড়িয়ে পড়া গুজবের কড়া জবাব দিয়েছেন। তিনি মন্তব্য করেন, “যারা আমার স্ত্রীর সমালোচনা করে, তাদের আবর্জনা খাওয়া উচিত।”

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে সংবাদমাধ্যমে ভ্যান্সের দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে গুঞ্জন ওঠে, যখন তার স্ত্রী উষা ভ্যান্সকে বেশ কয়েকবার বিয়ের আংটি ছাড়া দেখা যায়।

সোমবার (২২ ডিসেম্বর) ‘আনহার্ড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “যারা আমার স্ত্রীকে নিয়ে সমালোচনা করে, তাদের নাম জেন সাকি হোক বা নিক ফুয়েন্তেস- তাদের আবর্জনা খাওয়া উচিত।” তিনি বলেন, “সমালোচনাকারীরা রসাতলে যাক। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে এটাই আমার অফিসিয়াল পলিসি।”

তিনি জোর দিয়ে আরো বলেন, “কারো জাতিগত পরিচয় নিয়ে বিচার করার মনোভাবটি খুবই জঘন্য, তিনি ইহুদি হোন বা শ্বেতাঙ্গ বা অন্য যেকোনো কিছু। আমাদের এমনটা করা মোটেও উচিত নয়।”

এর আগে ডানপন্থি ইনফ্লুয়েনসার নিক ফুয়েন্তেস জে. ডি. ভ্যান্সের ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগের সমালোচনা করতে গিয়ে বর্ণবাদী গালি ব্যবহার করেন। ভ্যান্সের স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় এবং তাদের ছেলের নাম ‘বিবেক’ রাখায় তিনি চরম আপত্তিকর মন্তব্য করেছিলেন।

অন্যদিকে, জো বাইডেন প্রশাসনের সাবেক হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি জেন সাকি গত অক্টোবরে একটি পডকাস্টে ভ্যান্সের দাম্পত্য জীবন নিয়ে কটাক্ষ করেন। তিনি মন্তব্য করেছিলেন, “আমি সব সময় ভাবি ওনার স্ত্রীর মনে কী চলছে। যেমন, তুমি ঠিক আছো? থাকলে চারবার চোখের পলক ফেলো। এখানে এসো। আমরা তোমাকে বাঁচাব।”

৩৯ বছর বয়সী উষা ভ্যান্স ইয়েল ল স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং পেশায় একজন আইনজীবী ছিলেন। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে।

যুক্তরাষ্ট্রের ‘সেকেন্ড লেডি’ হওয়ার পর তিনি নিজেকে কিছুটা আড়ালে রাখতে পছন্দ করলেও, সম্প্রতি আংটি নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলতে বাধ্য হন। ইউএসএ টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আংটি পরার ইচ্ছা হলে পরি, না হলে পরি না। অনেক সময় জিম করে বা গোসল করে বের হওয়ার পর এটা পরা হয় না।”

তিনি আরো বলেন, “আমি কাল্পনিক স্বপ্নের চেয়ে আমার সংসার এবং বাস্তব জগতেই বাস করতে পছন্দ করি। তাই এসব গুজব নিয়ে আমরা হাসাহাসি করলেও আমি এগুলো নিয়ে খুব বেশি সময় নষ্ট করি না।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT