1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক বিরোধ মিটেছে: নাইজেরিয়া - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক বিরোধ মিটেছে: নাইজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বার দেখা হয়েছে
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু

আন্তর্জাতিক ডেস্ক || নাইজেরিয়া সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন- যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টানদের কথিত হত্যার দায়ে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন- তা ‘অনেকাংশে মিটে গেছে’। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

গত অক্টোবর ও নভেম্বর মাসে ট্রাম্প অপ্রত্যাশিতভাবে পশ্চিম আফ্রিকার এই দেশটির কঠোর সমালোচনা করেন। নাইজেরিয়ার বিভিন্ন সশস্ত্র সংঘাতের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন যে, সেখানে খ্রিস্টানরা এক ‘অস্তিত্ব রক্ষার হুমকির’ মুখে রয়েছে যা মূলত ‘গণহত্যা’র শামিল।

ট্রাম্পের এই কূটনৈতিক আক্রমণকে কেউ কেউ স্বাগত জানালেও অন্যরা মনে করছেন, এটি আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে ধর্মীয় উত্তেজনা আরো বাড়িয়ে দেবে। উল্লেখ্য যে, নাইজেরিয়ায় অতীতেও বেশ কয়েকবার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানী আবুজায় এক সংবাদ সম্মেলনে নাইজেরিয়ার তথ্যমন্ত্রী মোহাম্মদ ইদ্রিস বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক বিরোধ মূলত একটি দৃঢ় ও সম্মানজনক আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে, যার ফলে আমেরিকা ও নাইজেরিয়ার মধ্যে অংশীদারিত্ব আরো শক্তিশালী হয়েছে।”

নাইজেরিয়া সরকার এবং স্বতন্ত্র বিশ্লেষকরা দেশটির সহিংসতাকে কেবল ধর্মীয় নিপীড়ন হিসেবে আখ্যায়িত করার বিরোধিতা করেছেন। মূলত যুক্তরাষ্ট্রের খ্রিস্টান ডানপন্থি গোষ্ঠী, ইউরোপ এবং নাইজেরীয় বিচ্ছিন্নতাবাদীরা (যাদের ওয়াশিংটনে শক্তিশালী লবিস্ট রয়েছে) দীর্ঘকাল ধরে এই আখ্যানটি প্রচার করে আসছে।

নাইজেরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক বিরোধ মিটমাটের তথ্য জানালেও, মার্কিন ‘বিশেষ উদ্বেগের তালিকাভুক্ত’ দেশের তালিকায় নাইজেরিয়ার নাম এখনো বহাল রয়েছে।

তাছাড়া, গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের জারি করা ভিসা ও অভিবাসন নিষেধাজ্ঞার কবলে পড়া দেশগুলোর মধ্যেও নাইজেরিয়ার নাম ছিল।

তবে নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার কিছু লক্ষণ দেখা যাচ্ছে। বিশ্লেষকরা লক্ষ্য করেছেন যে, জঙ্গিদের শক্তঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোর ওপর দিয়ে মার্কিন নজরদারি বিমানের আনাগোনা বৃদ্ধি পেয়েছে।

নাইজেরিয়ার একাধিক সশস্ত্র সংঘাত খুবই জটিল এবং এতে মুসলিম ও খ্রিস্টান উভয় ধর্মের সাধারণ মানুষই নির্বিচারে প্রাণ হারাচ্ছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে এবং উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র ‘ডাকাত দল’ গ্রামগুলোতে লুটপাট ও মুক্তিপণের জন্য অপহরণ চালিয়ে যাচ্ছে।

সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী ইদ্রিস একটি সাম্প্রতিক ত্রাণ চুক্তির পক্ষেও কথা বলেন। এই চুক্তির আওতায় ওয়াশিংটন ২.১ বিলিয়ন ডলার সহায়তা দেবে, যা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ভাষায়- ‘খ্রিস্টান ধর্মভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের উৎসাহিত করার ওপর বিশেষ জোর দেবে।’

ইদ্রিস বলেন, “নাইজেরিয়ার প্রতিটি নাগরিক এই ব্যবস্থার মাধ্যমে উপকৃত হবেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT