1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
লালমনিরহাটে ‘বিশেষ ট্রেন’ বরাদ্দের দাবিতে রেললাইন অবরোধ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

লালমনিরহাটে ‘বিশেষ ট্রেন’ বরাদ্দের দাবিতে রেললাইন অবরোধ

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি || বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঐতিহাসিক মুহূর্তে ঢাকায় আয়োজিত সমাবেশে যোগ দিতে যাওয়ার জন্য লালমনিরহাটে ‘বিশেষ ট্রেন’ বরাদ্দের দাবি জানিয়ে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ‘লালমনিরহাটের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন চলছিল।

স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ৮টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে জড়ো হতে থাকেন কয়েকশ মানুষ। একপর্যায়ে তারা রেললাইনের ওপর অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন। ফলে লালমনিরহাট থেকে ঢাকা, রংপুর ও বুড়িমারীসহ দেশের সব রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

আন্দোলনকারীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে লালমনিরহাটের হাজার হাজার মানুষ ঢাকার সমাবেশে অংশ নিতে মুখিয়ে আছেন। বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের জন্য নিয়মিত ট্রেনের আসন পর্যাপ্ত নয়। তাই তারা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বিশেষ ট্রেন বরাদ্দের দাবি জানিয়েছেন।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী । তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমানের দেশে ফেরা লালমনিরহাটের মানুষের কাছে এক আবেগের দিন। এই ঐতিহাসিক মুহূর্তে ঢাকার সমাবেশে যোগ দিতে জেলার প্রতিটি ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ প্রস্তুত। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বিশেষ ট্রেনের দাবি জানিয়েছি, যাতে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে যাতায়াত করতে পারেন। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক। যতক্ষণ পর্যন্ত বিশেষ ট্রেনের লিখিত নিশ্চয়তা না পাব, ততক্ষণ এই রেলপথ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT