1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
কলম্বিয়ার প্রেসিডেন্টকে নিজের পিঠ বাঁচিয়ে চলতে বললেন ট্রাম্প - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

কলম্বিয়ার প্রেসিডেন্টকে নিজের পিঠ বাঁচিয়ে চলতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর তীব্র সমালোচনা করার পাশাপাশি সতর্ক করে বলেছেন, “যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের জন্য পেত্রোকে পরিণতি ভোগ করতে হতে পারে।”

বুধবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন বাহিনী কর্তৃক ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার জব্দের ঘটনা নিয়ে পেত্রো কড়া প্রতিক্রিয়া জানানোর পর, ট্রাম্প এই হুশিঁয়ারি দিলেন।

ভেনেজুয়েলার তেলের জাহাজ মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক জব্দ করার প্রতিক্রিয়ায় পেত্রো দাবি করেন, দক্ষিণ আমেরিকার জমি দখল করেই আমেরিকা গড়ে উঠেছে। তিনি বলেন, টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া ‘আক্রমণ’ করা হয়েছিল এবং সেগুলো ফেরত দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের।

সোমবার (২২ ডিসেম্বর) পেত্রোর মন্তব্য প্রসঙ্গে ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “সে (পেত্রো) খুবই খারাপ লোক। তার নিজের পিঠ বাঁচিয়ে চলা উচিত। কারণ সে কোকেন তৈরি করে এবং তারা তা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠায়।”

তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেন, “কলম্বিয়া যদি তাদের কোকেন কারখানাগুলো বন্ধ না করে, তবে পেত্রোকেও (ভেনেজুয়েলার মতো) পরিণতির মুখোমুখি হতে হবে।”

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, “আমরা কলম্বিয়ার জনগণকে ভালোবাসি… কিন্তু তাদের নতুন নেতা একজন সমস্যা সৃষ্টিকারী এবং তার এটি ভাবা উচিত।”

ট্রাম্প দাবি করেন, কলম্বিয়ায় অন্তত তিনটি বড় কোকেন কারখানা রয়েছে এবং সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে।

কলম্বিয়া দীর্ঘদিন ধরে ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে পরিচিত ছিল, কিন্তু ২০২২ সালে গুস্তাভো পেত্রো দেশটির প্রথম বামপন্থি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শীতল হয়েছে।

যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী নীতি, ভিসা বাতিল, আর্থিক সহায়তা হ্রাস নিয়ে পেত্রোর কঠোর সমালোচনা ও ট্রাম্প প্রশাসনের পাল্টা প্রতিক্রিয়ার কারণে সম্পর্ক আরো খারাপ হয়েছে।

ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ে কলম্বিয়ার সমালোচনা উত্তেজনা আরো বাড়িয়েছে। আর এই বিরোধ কেবল কথার লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। চলতি বছরের সেপ্টেম্বরে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট পেত্রোর ভিসা বাতিল করে এবং তার প্রশাসনের ওপর মাদক পাচার বিরোধী নিষেধাজ্ঞা আরোপ করে- যা একজন বর্তমান প্রেসিডেন্টের ক্ষেত্রে বিরল ঘটনা।

একই মাসে যুক্তরাষ্ট্র গত ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো কলম্বিয়াকে মাদক যুদ্ধে অসহযোগিতা করা দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করে, যা দেশটির কোটি কোটি ডলারের সাহায্যকে ঝুঁকির মুখে ফেলেছে।

কলম্বিয়া এই পদক্ষেপগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT