1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
‘তারেক রহমানের নিরাপত্তায় এসএসএফ চাওয়া হয়নি’ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

‘তারেক রহমানের নিরাপত্তায় এসএসএফ চাওয়া হয়নি’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে
তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক || বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সরকারের কাছ থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) চাওয়া হয়নি বলে জানিয়েছেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম।

তিনি বলেন, “তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে শামসুল ইসলাম বলেন, “তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে সরকার সর্বোচ্চ সহযোগিতা করছে। যতটুকু নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তার চেয়েও বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এসএসএফ চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।”

তিনি বলেন, “নিরাপত্তা সংক্রান্ত যে গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন।”

শামসুল ইসলাম জানান, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে নিরাপত্তা ইস্যু সামনে এনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। “আমরা দায়িত্বশীলভাবে বিষয়টি দেখছি এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে,” বলেন তিনি।

দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিরাপত্তা নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে, অতীতে তার মায়ের সংকটকালেও দেশে ফিরতে না পারার বিষয়টি উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস ভাইরাল হলে নিরাপত্তা ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
পরবর্তীতে তার দেশে ফেরার সময়সূচি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে দাবি করা হয়, তারেক রহমানের নিরাপত্তায় সরকারকে এসএসএফ মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে সেই দাবি স্পষ্টভাবে নাকচ করা হলো।

সংবাদ সম্মেলনে শামসুল ইসলাম বলেন, “তারেক রহমান একজন রাজনৈতিক নেতা। তার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্বের মধ্যেই পড়ে। সে দায়িত্ব সরকার পালন করছে।” তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। দলীয় নেতারা বলছেন, তার আগমন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT