1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নতুন বছরে বড় ঘোষণা দেবেন ‘কানতারা’ পরিচালক - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

নতুন বছরে বড় ঘোষণা দেবেন ‘কানতারা’ পরিচালক

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে
ঋষভ শেঠি

বিনোদন ডেস্ক || খলনায়ক হিসেবে অভিনয়ে পা রাখেন কন্নড় সিনেমার ঋষভ শেঠি। তারপর অভিনেতা হিসেবে বেশ খ্যাতি কুড়ান। কয়েক বছর পর নাম লেখান পরিচালকের তালিকায়। ৬টি সিনেমা নির্মাণ করেছেন, এর মধ্যে দুটি সিনেমাই ছিনিয়ে এনেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ঋষভ শেঠি নির্মিত কন্নড় ভাষার আলোচিত সিনেমা ‘কানতারা’। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির পর বক্স অফিস দাপিয়ে বেড়ায়। ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৪০০ কোটি রুপির বেশি। শুধু বক্স অফিস নয়, ‘কানতারা’ সিনেমা দর্শকদেরও প্রশংসা কুড়ায়।

নির্মিত হয়েছে এ সিনেমার প্রিকুয়েল। ‘কানতারা’ সিনেমার এই প্রিকুয়েলের নাম রাখা হয় ‘কানতারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’। হোম্বেল ফিল্মস প্রযোজিত সিনেমাটি চলতি বছরের ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ায়। বক্স অফিসে আয় করে ৮৫২ কোটি রুপির বেশি।

‘কান্তারা: লিজেন্ড চ্যাপ্টার ওয়ান’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের পর, ঋষভ শেঠি ভারতীয় সিনেমার অন্যতম শক্তিশালী সৃজনশীল ব্যক্তিত্ব হিসেবে নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। প্রকৃত প্যান-ইন্ডিয়া ফেনোমেনন হিসেবে, বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় অভিনেতা-লেখক-পরিচালক ও সুপারস্টার হয়ে উঠেছেন ঋষভ। স্থানীয় সংস্কৃতির শিকড়ে প্রোথিত গল্প বলার ধরণকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। একই সঙ্গে বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন এই তারকা। সব মিলিয়ে চলতি বছরটি দারুণ কাটিয়েছেন ঋষভ। এবার নতুন বছরের পরিকল্পনার কথা জানালেন তিনি।

ঋষভ শেঠি বলেন, “আগামী বছরে কাজের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনব। আমি শুটিং করব, তবে এবার একজন অভিনেতা হিসেবে। কারণ আমি আপাতত কোনো সিনেমা পরিচালনা করার পরিকল্পনা করছি না।”

ঋষভ শেঠির পরবর্তী সিনেমা ‘জয় হনুমান’। এটি পরিচালনা করবেন প্রশান্ত ভার্মা। নতুন বছরে বড় একটি ঘোষণাও দেবেন। এ তথ্য স্মরণ করে ঋষভ শেঠি বলেন, “আগামী বছর আমি আমার নতুন প্রজেক্টের লেখালেখি শুরু করব। প্রি-প্রোডাকশন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব। আমার ভক্তদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছি। ২০২৬ সালে বড় একটি ঘোষণা দেব।”

তথ্যসূত্র: টাইমস নাউ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT