1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
জাতীয় স্মৃতিসৌধ থেকে বাসভবনে তারেক রহমান - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

জাতীয় স্মৃতিসৌধ থেকে বাসভবনে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে
সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১২টার দিকে গুলশানে বাসভবনের সামনে গাড়ি থেকে নামেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

নিজস্ব প্রতিবেদক || জাতীয় স্মৃতিসৌদে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গুলশানের বাসভবনে ফিরেছেন তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে তাকে বহনকারী গাড়িটি গুলশানের বাসার সামনে পৌঁছায়। এ দিন রাত ১০টা ২৫ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌদের শহীদ বেদির সামনে গিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। এসময় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন তিনি ও তার সঙ্গে আসা অন্যান্য নেতারা।

স্মৃতিসৌধের বেদি ছেড়ে বেরিয়ে তাকে বহনকারী বাসে উঠে যান তারেক রহমান; পরে ১০টা ৩৭ মিনিটের দিকে গাড়িতে বাসেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন হইয়ে সই করেন।

এরপর তাকে বহনকারী বাসটি স্মৃতিসৌধ ছেড়ে আসে।

বাবার কবরে অশ্রুসিক্ত তারেক রহমান
শুক্রবার বিকালে রাজধানীর জিয়া উদ্যানে বাবার সমাধিতে যান তারেক রহমান। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন।

প্রথমে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং চব্বিশের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুহাত তুলে একান্তভাবে মোনাজাত করেন তারেক রহমান। কিছু সময় তিনি একা নীরবে দাঁড়িয়ে থাকেন।

জিয়াউর রহমানের সমাধির পাশে দাঁড়িয়ে একাধিকবার তাকে চোখ মুছতে দেখা যায়, চারপাশে তখন নিস্তব্ধতা বিরাজ করছিল।

পূর্বাপর
১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন, সেসময় তারেক রহমানের বয়স ছিল মাত্র ১৬ বছর। কৈশোরেই বাবাকে হারানোর বেদনা বয়ে বেড়ানো এই তিনি জীবনের আরেকটি বড় আঘাত পান ২০১৫ সালে, নির্বাসিত অবস্থায় মৃত্যুবরণ করেন ছোট ভাই আরাফাত রহমান কোকো। এর মধ্যেই গুরুতর অসুস্থ মা বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সব মিলিয়ে পারিবারিকভাবে কঠিন সময় পার করছেন বিএনপির এই শীর্ষ নেতা।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১৫ মাস পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। সেদিন লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতিতে পূর্বাচলের জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা গ্রহণ করেন তিনি। এরপর ছুটে যান অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে। রাত কাটান গুলশানে তার জন্য প্রস্তুত করা বাসভবনে।

শুক্রবার কঠোর নিরাপত্তার মধ্যে বুলেটপ্রুফ বাসে গুলশানের বাসা থেকে জিয়া উদ্যানে যান তারেক রহমান। পথে পথে নেতাকর্মীদের ভিড়, শুভেচ্ছার জবাব দিতে বাসের ভেতর দাঁড়িয়ে হাত নাড়েন তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে বাস থেকে নেমে হেঁটে বাবার সমাধিতে পৌঁছান। সেখানে প্রায় ১০ মিনিট অবস্থান করেন। ভিড় সামাল দিতে নিরাপত্তাবাহিনীকে হিমশিম খেতে হয়।

এরপর সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য রওনা হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT