1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
জন্মদিনে সালমানের সেরা ১০ সংলাপ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

জন্মদিনে সালমানের সেরা ১০ সংলাপ

রিপোর্টারের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || বলিউড অভিনেতা সালমান খান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন। ব্যবসাসফলের পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছে তার সিনেমা। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন ‘দাবাং’ তারকা। শনিবার (২৭ ডিসেম্বর) ষাট পূর্ণ করে একষট্টিতে পা দিতে যাচ্ছেন। বিশেষ দিনে তারকা অভিনেতা সালমানের কিছু সিনেমার জনপ্রিয় দশটি সংলাপ নিয়ে এই প্রতিবেদন—

এক. সালমান খান অভিনীত ‘টাইগার থ্রি’ সিনেমা ২০০৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমার দৃশ্যে সালমান খান বলেন—“যতক্ষণ না টাইগার মারা যায়, ততক্ষণ টাইগার হারে না।”

দুই. ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা ২০২৩ সালে মুক্তি পায়। যদিও বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে এ সিনেমার একটি সংলাপ বেশ জনপ্রিয়তা লাভ করে। একটি দৃশে সালমান খান বলেন, “আমার কোনো নাম নেই, কিন্তু আমি ভাইজান নামেই পরিচিত।”

তিন. সালমানের ‘ভারত’ সিনেমা ২০১৯ সালে মুক্তি পায়। এ সিনেমার একটি দৃশ্যে সালমান খান বলেন, “আমার মাথা আর দাড়িতে যত সাদা চুল আছে, তার থেকেও অনেক বেশি রঙিন ছিল আমার জীবন।”

চার. ২০১৮ সালে মুক্তি পায় ‘রেস থ্রি’ সিনেমা। এ সিনেমার একটি দৃশ্যে সালমান খান বলেন, “এটা জীবনের রেস, যা কারো জীবন নিয়েই শেষ হবে।”

পাঁচ. সালমান খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমা ২০১৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমার দৃশ্যে সালমান খান বলেন, “শিকার তো সবাই করে, কিন্তু টাইগারের চেয়ে ভালো শিকার কেউ করে না।”

ছয়. ‘টিউবলাইট’ সিনেমাটি ২০১৭ সালে মুক্তি পায়। এ সিনেমায় সালমান খান বলেন, “টিউবলাইটের মতো দেরিতে জ্বলে, কিন্তু যখন জ্বলে তখন পুরো আলো দেয়।”

সাত. সালমান খানের আলোচিত সিনেমা ‘সুলতান’ ২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমায় তার একটি সংলাপ দর্শকদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। একটি দৃশ্যে সালমান বলেন, “ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না, যতক্ষণ তুমি নিজে হাল না ছাড়ো।”

আট. ‘জয় হো’ সিনেমায় সালমানের অভিনয়ে মুগ্ধ হননি এমন মানুষ পাওয়া মুশকিল। গল্পের প্রেক্ষাপটে তার অ্যাকশন ছিল ষোলআনা উপযুক্ত। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার একটি দৃশ্যে সালমান খান বলেন, “সাধারণ মানুষ ঘুমন্ত সিংহ, খোঁচা দিও না। যদি সে জেগে উঠে তবে ছিঁড়ে ফেলবে।”

নয়. দক্ষিণী সিনেমার রিমেক হলেও ‘ওয়ান্টেড’ সিনেমা দিয়ে দর্শকদের মাত করেছিলেন সালমান খান। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার একটি সংলাপ আলাদাভাবে নজর কেড়েছিল। সিনেমাটিতে সালমানকে বলতে শোনা যায়, “আমি একবার কথা দিলে, নিজের কথাও শুনি না।”

দশ. ২০০৪ সালে মুক্তি পায় ‘গার্ভ: প্রাইড অ্যান্ড অনার’ সিনেমা। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমার দৃশ্যে সালমান খান বলেন, “আমি মৃত্যুকে বালিশ বানাই, আর কাফনকে চাদর করে গায়ে জড়াই।”

তথ্যসূত্র: ফিল্মফেয়ার

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT