1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নির্বাচনে লড়ার ঘোষণা লতিফ সিদ্দিকীর - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

নির্বাচনে লড়ার ঘোষণা লতিফ সিদ্দিকীর

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ বার দেখা হয়েছে
আবদুল লতিফ সিদ্দিকী।

টাঙ্গাইল প্রতিনিধি || আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে স্বতন্ত্র লড়ার ঘোষণা দিলেন আবদুল লতিফ সিদ্দিকী। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে কালিহাতীর বাসায় আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের এ তথ্য জানান তিনি।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন লতিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। নির্বাচনে লড়ার সিদ্ধান্তে তার ভক্ত-অনুসারিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাগত জানিয়ে পোস্ট দিচ্ছেন।

টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকী পরিবারটির গোড়াপত্তন কালিহাতীর নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে। স্বাধীনতা পূর্ব, মুক্তিযুদ্ধ এবং বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সিদ্দিকী পরিবারটি আলোচিত।

এবার এ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় সদস্য শিল্পপতি লুৎফর রহমান মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির জেলার নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক ও জাতীয় পার্টি জাপার প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী।

এছাড়া নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো ও ড্যাব নেতা অধ্যাপক ডা. শাহআলম তালুকদার। এ আসনে বিএনপির অভ্যন্তরীণ-কোন্দল বিরোধ রয়েছে।

আবদুল লতিফ সিদ্দিকী বলেন, “গত কয়েকদিন ধরে আমি দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম-নির্বাচনে অংশ নেবো কি নেবো না। আমি সবসময় জনগণের মতামত ও জনরায়কে প্রাধান্য দিয়ে রাজনীতি করি। আমার কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ মানুষের আগ্রহ ও অনুরোধের প্রতি সম্মান জানিয়েই আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরো বলেন, “আমি মনে করেছি দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই নির্বাচনের ঘোষণা দিলাম। রবিবার (২৮ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করব এবং সোমবার (২৯ ডিসেম্বর) জমা দিব। তারপর গণসংযোগে নামব।

উল্লেখ্য, ১৩টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা নিয়ে গঠিত কালিহাতী উপজেলায় ভোট কেন্দ্র ১১৪টি। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৮৯৫ জন। পুরুষ ১ লাখ ৮৯ হাজার ৯২৪, নারী ১ লাখ ৮৪ হাজার ৯৬৮ এবং হিজড়া ভোটার ৩ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT