1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের আশঙ্কায় হাজারো ফ্লাইট ব্যাহত - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের আশঙ্কায় হাজারো ফ্লাইট ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের এই মৌসুমে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী শীতকালীন ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। এর ফলে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে কয়েক হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার-এর তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ১ হাজার ৬০০টি ফ্লাইট বাতিল এবং ৭ হাজার ৪০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

বৈরী আবহাওয়া সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে যেসব বিমানবন্দরে, তার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক এলাকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, নিউয়ার্ক লিবার্টি এবং লাগার্ডিয়া। এছাড়াও বোস্টন, শিকাগো এবং কানাডার টরন্টো শহরেও এর প্রভাব পড়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে শনিবার দুপুর ১টা পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে। নিউইয়র্ক এবং দক্ষিণ কানেকটিকাটে ৯ ইঞ্চি (২৩ সেমি) পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

জেটব্লু এয়ারওয়েজ ২২৯টি ফ্লাইট বাতিল করেছে, আর ডেল্টা এয়ারলাইন্স বাতিল করেছে ২৪১টি ফ্লাইট। রিপাবলিক এয়ারওয়েজ ও সাউথওয়েস্ট এয়ারলাইন্স যথাক্রমে ১৮০টি ও ১৫১টি ফ্লাইট বাতিল করেছে। আমেরিকান এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্সের প্রায় ১০০টি পূর্বনির্ধারিত ফ্লাইটও বাতিল হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সোশাল মিডিয়া পোস্টে যাত্রীদের তাদের ফ্লাইটের অবস্থা জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করতে বলেছে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাতের মধ্যে ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। গাড়িচালকদের বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করা হয়েছে এবং সাথে জরুরি সরঞ্জাম রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, মানুষ যেন অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলে। তিনি বলেন, “যদি ভ্রমণ করতেই হয়, তবে আগে থেকে পরিকল্পনা করুন, ধীরগতিতে গাড়ি চালান এবং গন্তব্যে পৌঁছাতে হাতে পর্যাপ্ত সময় রাখুন।”

নিউ জার্সি এবং কানেকটিকাটের গভর্নররাও একই ধরনের সতর্কতা জারি করেছেন।

দুই ইঞ্চি তুষার জমা হওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তা পরিষ্কার করতে স্নো-প্লাউ প্রস্তুত রাখা হয়েছে। এর আগে গত ১৪ ডিসেম্বর কয়েক ইঞ্চি তুষারে ঢেকে গিয়েছিল নিউ ইয়র্ক সিটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT