1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
কেউ তাতিয়ে দিলেই খারাপ কথা বলি না: কোয়েল - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

কেউ তাতিয়ে দিলেই খারাপ কথা বলি না: কোয়েল

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে
অভিনেত্রী কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক || ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। দীর্ঘ ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। দর্শক-সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছেন। তবে ব্যক্তিগত ও পেশাগত জীবনে তার বিতর্ক নেই! বলা যায়, মল্লিকবাড়ির কন্যার জীবনটা পরিচ্ছন্ন।

রুপালি জগতে কাজ করেও এতটা পরিচ্ছন্ন জীবনযাপন করা মুশকিল! ২২ বছরের ক্যারিয়ারে যেমন বিতর্ক নেই, তেমনই বেফাঁস মন্তব্য করতেও দেখা যায়নি তাকে। এটা কীভাবে বজায় রেখেছেন? ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কোয়েল মল্লিকের কাছে এই প্রশ্নই রাখা হয়।

এ বিষয়ে কোয়েল মল্লিক বলেন, “সত্যি বলছি, আমি যে খুব ভেবে সবকিছু করি তা নয়। এভাবেই তৈরি হয়েছি। আমার কোনো কথা যদি অন্য মানুষকে কষ্ট দেয়, তাহলে সেই কথাটা বলি না। নিজেকে অসম্ভব নিয়ন্ত্রণ করতে পারি।”

অভিনেত্রী কোয়েল মল্লিক

খানিকটা ব্যাখ্যা করে কোয়েল মল্লিক বলেন, “রাগের মুহূর্তে অনেকে খারাপ কথা বলে ফেলেন। আমার ক্ষেত্রে, রাগের মুহূর্তেও নিজেকে অসম্ভব সহজে নিয়ন্ত্রণে রাখতে পারি। তাই রাগের চেয়ে দুঃখ তাড়াতাড়ি হয় আমার। আর একটা বিষয়, আমি হঠকারী নই। কেউ তাতিয়ে দিল, আর উত্তেজিত হয়ে খারাপ খারাপ কথা বলে ফেললাম; সেটা সহজে কেউ করতে পারেন না। তাই আলাদা করে নিজেকে তৈরি করেছি, তা নয়।”

তবে কী কোয়েল মল্লিকের রাগ নেই? জবাবে এই অভিনেত্রী বলেন, “আমার ধৈর্য খুব বেশি। হঠাৎ করে রেগে গিয়েছি, এমনটা খুব কম হয়েছে। তাই অনেকক্ষণ ধৈর্য ধরে রাখার পরে হয়তো বলি। তবে সেটাও যে খুব চেঁচামেচি করে, তা নয়। বলতে পারেন, তখন একটু কড়া হয়ে কথা বলি। খারাপভাবে কখনো কথা বলিনি।”

অভিনেত্রী কোয়েল মল্লিক

আপনাদের পেশায় ধৈর্য থাকা জরুরি। এ প্রসঙ্গ উঠতেই কোয়েল মল্লিক বলেন, “পেশা বলে নয়, মানুষের জীবনে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো পেশাতেই ধৈর্য দরকার। আমাদের তো বটেই। আমি এটা ছাড়া নিজেকে ভাবতেই পারব না।”

কোয়েল মল্লিকের জীবনে প্রথম প্রেম প্রযোজক নিসপাল সিং। ভালোবাসার মানুষকেই বিয়ে করেছেন তিনি। দীর্ঘ সাত বছর গোপনে প্রেম করে ২০১৩ সালে ১ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। তবে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা।

স্বামী-সন্তানদের সঙ্গে কোয়েল মল্লিক

বিয়ের সাত বছর পর অর্থাৎ ২০২০ সালের ৫ মে পুত্রসন্তানের মা হন কোয়েল। পুত্রের নাম রেখেছেন কবীর। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর কন্যাসন্তানের মা হন এই অভিনেত্রী। স্বামী-সন্তানদের কারণে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন কোয়েল। গত বছর তার অভিনীত একটি সিনেমাও মুক্তি পায়নি। চলতি বছরে তার ৩টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে একটি সিনেমার কাজ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT