1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
আজ ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তারেক রহমান - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

আজ ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || বগুড়ার পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৮ ডিসেম্বর) এই আসনের জন্য মনোনয়নাপত্র সংগ্রহ করবেন তিনি।

বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এরই মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ জানান। দলীয় নেতাদের অনুরোধ ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ঢাকা-১৭ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেন তারেক রহমান।

এদিকে, তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় এই আসনটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

আন্দালিব রহমান পার্থ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সমর্থনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর ছিলেন সাবেক মন্ত্রী এবং একই আসনের সংসদ সদস্য।

এর আগে বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন—বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ থেকে নির্বাচনে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের একাধিক আসন থেকে নির্বাচন করার ঘোষণা নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। ঢাকা-১৭ আসনকে কেন্দ্র করে বিএনপির নির্বাচনী কৌশল ও সম্ভাব্য প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT