1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
কক্সবাজার-১: মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

কক্সবাজার-১: মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার দেখা হয়েছে
মনোনয়নপত্র জমা দিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

কক্সবাজার প্রতিনিধি || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে তিনি চকরিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।

এর আগে, দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তিনি গাড়িযোগে চকরিয়ার উদ্দেশে রওনা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কক্সবাজারের ৪টি আসনে এখন পর্যন্ত বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে, প্রথম প্রার্থী হিসেবে সালাহউদ্দিন আহমদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কক্সবাজার জেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য মতে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ১৭৬টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটার রয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন, নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT