1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
দুই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

দুই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো-নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড এবং আইটি কনসালটেন্ট লিমিটেড।

রবিবার (২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নাহি অ্যালুমিনিয়াম: কোম্পানির রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনআরসি)। প্রতিষ্ঠটির রেটিং অনুযায়ী, কোম্পানির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। কোম্পানির গত ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

আইটি কনসালটেন্ট: কোম্পানির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। প্রতিষ্ঠটির রেটিং অনুযায়ী, কোম্পানির দীর্ঘমেয়াদে ‘এএ১’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েঠে ‘এসটি-২। কোম্পানির ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ২৭ নভেম্বর পর্যন্ত অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT