1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
নির্বাচনের মাঠে জয়ী নায়িকা পলি - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

নির্বাচনের মাঠে জয়ী নায়িকা পলি

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক || নব্বই দশকের শেষভাগে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও চাহিদাসম্পন্ন চিত্রনায়িকাদের একজন ছিলেন পলি। টানা ব্যস্ততার পর হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গণ থেকে অন্তরালে চলে যান। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করছেন এই নায়িকা। সিনেমায় নিয়মিত না থাকলেও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন আয়োজনে এখনো তাকে দেখা যায়।

এবার সেই পরিচিত মুখটি আলোচনায় এলেন ভিন্ন এক কারণে। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে জয়ী হয়েছেন চিত্রনায়িকা পলি। সামসুল আলম-জাহাঙ্গীর সিকদার পরিষদ থেকে ২৪০ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এই অভিনেত্রী।

এই পরিষদ থেকে সামসুল আলম ও জাহাঙ্গীর সিকদারসহ মোট সাতজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। অপরদিকে লায়ন নজরুল ইসলাম-অপূর্ব রায় পরিষদ থেকে অপূর্ব রায়সহ চারজন প্রার্থী জয় লাভ করেন। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন অপূর্ব রায়।

খুলনার মেয়ে পলির চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০০১ সালে। প্রয়াত জনপ্রিয় নায়ক মান্নার বিপরীতে প্রথমবার অভিনয় করেন তিনি। ‘ফায়ার’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করেন মোহাম্মদ হোসেন। সিনেমাটি মুক্তির দর্শকের নজরে আসেন। এরপর টানা ১১৩টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন পলি।

চলচ্চিত্র জীবনে মান্না, রুবেল, অমিত হাসান, শাকিব খানসহ সে সময়ের প্রায় সব জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন পলি। অভিনয়ের পাশাপাশি পর্দায় তার উপস্থিতি ও জনপ্রিয়তা তাকে সে সময়ের শীর্ষ নায়িকাদের কাতারে জায়গা করে দেয়।

দীর্ঘদিন পর নির্বাচন ও সংগঠনের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গণে সক্রিয় হয়ে ওঠায় ভক্ত ও সহকর্মীদের মধ্যেও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছেন পলি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT