1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ক্যাচ ধরলেই কোটিপতি! - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ক্যাচ ধরলেই কোটিপতি!

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ-২০ এর চতুর্থ আসর শুরু হয়েছে ২৬ ডিসেম্বর থেকে। ছয় দলের লড়াইয়ে মাঠে যেমন ক্রিকেটের উত্তাপ, তেমনি গ্যালারিতে দর্শকদের উন্মাদনা। প্রিয় তারকাদের খেলতে দেখার পাশাপাশি এবার দর্শকদের বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটি বিশেষ পুরস্কার ‘বেটওয়ে চ্যালেঞ্জ’।

চলতি মৌসুমে লিগের স্পনসর বেটওয়ে ঘোষণা করেছে, ম্যাচ চলাকালে কোনো দর্শক যদি গ্যালারি থেকে ‘এক হাতে’ ক্যাচ ধরতে পারেন, তাহলে তার জন্য রাখা হয়েছে ২ মিলিয়ন দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড পুরস্কার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। এই খবরই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

জোবার্গ সুপার কিংস ও প্রিটোরিয়া ক্যাপিটালসের ম্যাচে ঘটে যায় আলোচিত ঘটনা। টানা দুই বলে দুইজন দর্শক এক হাতে ক্যাচ ধরে ফেলেন। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়াম। আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। এক দম্পতি ক্যাচ ধরার পর একে অপরকে চুম্বন দেন। যা ইন্টারনেটে রীতিমতো ঝড় তোলে। অনেক গণমাধ্যম দাবি করে বসে, সেই দম্পতি নাকি একাই জিতে নিয়েছেন পুরো ‘২ মিলিয়ন র‍্যান্ড’, অর্থাৎ দেড় কোটি টাকা।

তবে সত্যটা কী?
বাস্তবতা একটু ভিন্ন। ২ মিলিয়ন র‍্যান্ড কোনো একক দর্শকের জন্য নয়, এটি পুরো মৌসুমের জন্য নির্ধারিত মোট পুরস্কার তহবিল। যতজন দর্শক মৌসুমজুড়ে এক হাতে ক্যাচ ধরবেন, তাদের মধ্যে এই অর্থ ভাগ হয়ে যাবে।

উদাহরণ হিসেবে বলা যায়, এসএ-২০ এর গেল মৌসুমে (তৃতীয় আসর) মোট ৯ জন দর্শক এক হাতে ক্যাচ ধরতে পেরেছিলেন। সেক্ষেত্রে ২ মিলিয়ন র‍্যান্ড ভাগ হয়ে প্রত্যেকে পেয়েছিলেন প্রায় ১৭ লাখ টাকা করে। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে যে চেক তুলে দেওয়া হয়, তাতেও স্পষ্টভাবে উল্লেখ থাকে- এটি মোট পুরস্কার তহবিলের ‘একটি অংশ’।

তাহলে ওই দম্পতি কত পাচ্ছেন?
এই মুহূর্তে কেউ নিশ্চিত করে বলতে পারছে না, শেষ পর্যন্ত তারা ঠিক কত টাকা নিয়ে ফিরবেন। কারণ, পুরো মৌসুমে আরও কতজন দর্শক এই চ্যালেঞ্জে সফল হন, তার ওপরই নির্ভর করছে প্রত্যেকের প্রাপ্য অংশ। তবে এটুকু নিশ্চিত- খালি হাতে ফিরছেন না তারা। আর টাকার অঙ্কটা নেহাত কমও হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT