1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ট্রাম্পের সঙ্গে আজ জেলেনস্কির বৈঠক - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ট্রাম্পের সঙ্গে আজ জেলেনস্কির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ইউক্রেনের যুদ্ধ শেষ করার পরিকল্পনা তৈরির জন্য রবিবার ফ্লোরিডায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হবে। বার্তা সংস্থা রয়টার্স রবিবার এ তথ্য জানিয়েছে।

রাশিয়া শনিবার কিয়েভ এবং যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অন্যান্য অংশে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালায়, রাজধানীর কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। জেলেনস্কি এটিকে মার্কিন-মধ্যস্থতায় চলমান শান্তি প্রচেষ্টার প্রতি রাশিয়ার প্রতিক্রিয়া বলে অভিহিত করেছেন।

জেলেনস্কি সাংবাদিকদের জানিয়েছেন, ট্রাম্পের ফ্লোরিডা বাসভবনে বৈঠকে তিনি পূর্ব ইউক্রেনের বিতর্কিত ডনবাস অঞ্চলের ভাগ্য, সেইসাথে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার পরিকল্পনা করছেন।

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্হি কিসলিতস্যা এক্স-এ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট এবং তার প্রতিনিধিদল শনিবার রাতে ফ্লোরিডায় পৌঁছেছেন।

মস্কো বারবার জোর দিয়ে বলেছে যে ইউক্রেনকে পুরো ডনবাস, এমনকি কিয়েভের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগোও ছেড়ে দিতে হবে। তাই রবিবারের আলোচনার ফলাফল যাই হোক না কেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি প্রস্তাব গ্রহণ করবেন কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন, তিনি এখনো ডনবাস থেকে ইউক্রেনীয় বাহিনীকে সম্পূর্ণরূপে প্রত্যাহারের জন্য মার্কিন প্রস্তাবকে নমনীয় করার আশা করছেন। এ ব্যাপারে সমঝোতা না হলে পুরো ২ -দফা পরিকল্পনা, সপ্তাহব্যাপী আলোচনার ফলাফল গণভোটে রাখা উচিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT