1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে: আইজিপি - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে
শরীফ ওসমান হাদি। ফাইল ফটো।

নিজস্ব প্রতিবেদক || ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারি মধ্যে আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, “এ মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্তে চাঞ্চল্যকর ২১৮ কোটি টাকার একটি স্বাক্ষরিত চেক উদ্ধার করা হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সে দেশত্যাগ করেছে কিনা তা নিশ্চিত করার চেষ্টা চলছে।”

এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, চার্জশিট পাওয়ার পর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে এবং ৯০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এদিকে, রবিবার ( ২৮ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় হাদি হত্যাকাণ্ডের সব শেষ অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন এম নজরুল ইসলাম বিস্তারিত জানাবেন।

জুলাই গণ-অভ্যুত্থানের মুখ ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন তিনি। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর ঢাকার পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT