1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার দেখা হয়েছে
চট্টগ্রাম-৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী আলহাজ আবু সুফিয়ান

চট্টগ্রাম প্রতিনিধি || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের প্রার্থীরা নিজেদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সকাল থেকে আঞ্চলিন নির্বাচন অফিস, বিভাগীয় কমিশনার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

চট্টগ্রামের আঞ্চলিন নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রবিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের বিপরীতে ২২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রবিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন। আজ সোমবার সকাল থেকে প্রার্থীরা আসছেন ফরম জমা দিতে। কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন তা নির্ধারিত সময় শেষে জানা যাবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ১২ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ১৩ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ৯ জন, চট্টগ্রাম-৪ (ফটিকছড়ি) আসনে ১১ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ১৬ জন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৯ জন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ১১ জন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে ১১ জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে ২৩ জন, চট্টগ্রাম-১০ (বন্দর) আসনে ১৭ জন, চট্টগ্রাম-১১ (পাহাড়তলী) আসনে ২২ জন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১৭ জন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে ১৫ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ২১ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনে ৮ জন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদের মধ্যে অনেকেই আজ সোমবার সকাল থেকে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেছে।

তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি পর্যন্ত।

তফসিল অনুযায়ী, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি, প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT