1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
জেবুকে ঘিরে কৌতূহল দেখে অবাক হচ্ছি, মজাও পাচ্ছি: জাইমা রহমান - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

জেবুকে ঘিরে কৌতূহল দেখে অবাক হচ্ছি, মজাও পাচ্ছি: জাইমা রহমান

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে
সোমবার সকালে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জেবুর এই ছবিটি শেয়ার করা হয়।

নিউজ ডেস্ক || তারেক রহমানের কন্যা জাইমা রহমান তাঁর পোষা বিড়াল জেবুকে ঘিরে মানুষের আগ্রহ ও কৌতূহল নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে জেবুর সঙ্গে পরিবারের গভীর সম্পর্ক, পোষা প্রাণী লালন-পালনের দায়িত্ব ও ভালোবাসার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। জেবুকে ঘিরে মানুষের এত কৌতূহল দেখে যেমন তিনি বিস্মিত, তেমনি বিষয়টি তাঁকে আনন্দ দিচ্ছে বলেও জানিয়েছেন জাইমা রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে পোস্টটি দেওয়া হয়। বাংলা ও ইংরেজিতে দেওয়া মূল পোস্টটি সকাল ১০টায় দেওয়া হয় জাইমা রহমানের পেজ থেকে।

সেখানে তিনি লেখেন, “জেবুকে ঘিরে এত কৌতূহল দেখে আমি কিছুটা অবাক, আবার মজাও পাচ্ছি। ভাবছি, ও যদি বিষয়টা বুঝতে পারত!”

জেবু এখন তাদের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে জানিয়ে তিনি লেখেন, “যে কোনো প্রাণীকে লালন-পালন করা মানেই একটা বড় দায়িত্ব নেওয়া। কারণ, প্রাণীও একটা জীব, আল্লাহর সৃষ্টি। জেবুকে যখন প্রথম ছোট্ট বিড়ালছানা হিসেবে বাসায় এনেছিলাম, তখন ভাবিনি, সে আমাদের পরিবারের এত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যাবে। এমনও হয়েছে, আমার আব্বু-আম্মু বাসায় ফিরে আগে জেবুর খবর নিয়েছেন, তারপর আমার! আম্মু যখন বাগান করতেন বা পাড়ায় হাঁটতে যেতেন, জেবু তাঁর চারপাশে লাফিয়ে লাফিয়ে ঘুরত।

সন্ধ্যায় আব্বুর অনলাইন মিটিংগুলো শেষ হওয়া পর্যন্ত তাঁর কোলে গুটিশুটি মেরে বসে থাকত, মাথায় হাত বুলানোর আদর উপভোগ করত। আর আমার ক্ষেত্রে, জেবু যেন সব সময় আমার মনের অবস্থা বুঝে ফেলত; তার ছোট্ট পা আর কোমল ছোঁয়া দিয়ে যেভাবে পারে সেভাবেই সঙ্গ দিত।”

জেবুকে নিয়ে দেশের আসার বিষয়ে জাইমা লেখেন, “যাঁরা প্রাণী পোষেন, তাঁরা জানেন, পোষা প্রাণী নিয়ে বাসা বদলানো কতটা কঠিন। জেবু এখন মহাদেশ পেরিয়ে একেবারে নতুন একটা দুনিয়ায় এসেছে। ওর ছোট্ট প্রাণটার জন্য এই পরিবর্তনটা অনেক বড় আর কষ্টের, যেটা আমরা পুরোপুরি বুঝতেও পারি না।”

তিনি লেখেন, “জেবুর মাধ্যমে আমাদের অনেকেই ধৈর্য শিখেছে, বড়-ছোট সব প্রাণীর প্রতি মমতা শিখেছে, আর ভাষা এক না হলেও একে অন্যকে ভালোবাসা আর যত্ন নেওয়ার সৌন্দর্য বুঝেছে। কারণ ভালোবাসা তো প্রজাতির সীমা মানে না। আমরা ছোটবেলা থেকেই পশু-পাখির সঙ্গে বড় হয়েছি। আমি সত্যিই বিশ্বাস করি, যে মানুষ অন্য কোনো জীবের দায়িত্ব নেওয়ার সৌভাগ্য পায়, সে নিজের সম্পর্কে অনেক বেশি কিছু শিখে ফেলে, যা সে হয়তো কল্পনাও করেনি।”

জেবু সম্পর্কে মজার তথ্য দিয়ে তিনি বলেন, “ ও কখনো ‘মিউ মিউ’ করে না! একদমই না। আলমারিতে আটকে গেলেও না। বরং খুশি বা অবাক হলে পাখির মতো নরম করে ডাক দেয়। অনুমতি ছাড়া কোলে নিলে হালকা বিরক্তিতে গোঁ গোঁ করে। আর যেসব বিড়াল ওর পছন্দ না, তাদের দিকে কিন্তু বেশ জোরেই চিৎকার করে!”

দেড় যুগ পর গত ২৫ ডিসেম্বর স্ত্রী, কন্যাকে নিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের সঙ্গে দেশে আসে জেবু।

চলতি বছরের শুরুর দিকে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই এটি নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসে। এরপর জেবুর আরো কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশেষ করে তরুণ প্রজন্ম ও বিড়ালপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়।

জেবুর এই অপ্রত্যাশিত জনপ্রিয়তার বিষয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, “বিড়ালটি আমার মেয়ের। কিন্তু এখন এটি সবার বিড়াল হয়ে গেছে। আমরা সবাই এটাকে খুব ভালোবাসি এবং পছন্দ করি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT