1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ধামরাইয়ে এনসিপির মনোনীত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ধামরাইয়ে এনসিপির মনোনীত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার দেখা হয়েছে
নাবিলা তাসনিদ

সাভার (ঢাকা) প্রতিনিধি || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলের উপজেলা কমিটির সমন্বয়কারী ও অন্যান্য নেতাকর্মীরা।

তারা বলছেন, নাবিলা তাসনিদের সঙ্গে এনসিপির ধামরাইয়ের নেতাকর্মীরা কেউ পরিচিত নন, তিনি আওয়ামী লীগ পরিবারের সদস্য। এছাড়া, জুলাই আন্দোলন ও পরবর্তী সময়ে সংগঠনের কোনো কার্যক্রমেই তার কোনো সম্পৃক্ততা ছিল না। এসবের জেরে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির ধামরাই উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী মো. ইসরাফিল খোকন।

সম্প্রতি প্রকৌশলী নাবিলা তাসনিদকে ঢাকা-২০ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার বাসিন্দা। তবে, বসবাস করেন ঢাকায়।

ঢাকা-২০ আসনের প্রার্থী ঘোষণার পর থেকে তাকে উঠান বৈঠক, সংবাদ সম্মেলন ও অনলাইন প্রচারে সরব থাকতে দেখা গেছে। যদিও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা তাকে চেনেন না বলে দাবি করে আসছিলেন।

মো. ইসরাফিল খোকন লিখিত বক্তব্যে বলেন, ‘‘নাবিলা তাসনিদকে প্রার্থী ঘোষণার পরই আমরা তার নাম জানতে পারি। এর আগে, দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। ধামরাইয়ের কোনো কিছুর সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল না। এমনকি চব্বিশের আন্দোলনেও তার ভূমিকা ছিল না। এছাড়া, মনোনয়ন পাওয়ার পরও তিনি স্থানীয় নেতাকর্মী বা কারো সঙ্গে কোনো যোগাযোগ করেননি। পরবর্তীতে আমরা জানতে পারি, তার পেছনে পলাতক ফ্যাসিস্টদের শক্তিশালী চক্র রয়েছে। তিনি চৌহাট ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলীর ভাতিজি। এরই জেরে বিষয়টি নিয়ে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের কাছে অবহিত করা হয়। এরপরও তাকে বহাল রাখা হয়েছে।’’

তিনি আরো বলেন, ‘‘দলের দুঃসময়ের কর্মীদের উপেক্ষা করে চাপিয়ে দেওয়া প্রার্থী মেনে নেওয়া হবে না। এজন্য আমরা তাকে ধামরাই উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করছি।’’

এ সময় ইসরাফিল খোকনের সঙ্গে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ধামরাই উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল ইসলাম, সমন্বয়কারী সদস্য আশিকুর রহমানসহ দলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এ বিষয়ে জানতে ঢাকা-২০ আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাবিলা তাসনিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ করেন ইঞ্জিনিয়ার সুমন নামের এক ব্যক্তি।

তিনি নিজেকে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে নাবিলা তাসনিদের পক্ষে বলেন, ‘‘আমরা এ বিষয় নিয়ে এখন কিছু ভাবছি না। পরে আপনাদের সঙ্গে এ বিষয়ে কথা হবে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT