1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
ময়মনসিংহে রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে
ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি || ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের কিছু অংশ খুলে ফেলেছে দুর্বৃত্তরা। ফলে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি। গফরগাঁও রেলস্টেশন মাস্টার আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলস্টেশন সূত্র জানায়, ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে গফরগাঁও স্টেশনে প্রবেশের কথা ছিল। স্টেশনের কিছুটা আগে ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। ওই স্থানে রেললাইনের ২০ ফুট অংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার আবু হানিফ বলেন, ‍“ওই এলাকার ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, “লাইন সরিয়ে ফেলায় ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।”

স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-১০ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন- ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মুশফিকুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. মোফাখারুল ইসলাম রানা। দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই এবি সিদ্দিকুর রহমান ও মুশফিকুর রহমানের কর্মী-সমর্থকরা আন্দোলনে নামেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। এরপর থেকে ওই আসনে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন। ওই দিন বেলা ৩টা থেকে আন্দোলন শুরু হওয়ার পর রেললাইনসহ উপজেলা ও পৌর শহরের অন্তত ৩০টি পয়েন্টে আগুন দেয় মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মী-সমর্থকরা। আতঙ্কে ব্যবসায়ীরা পৌর শহরসহ আশপাশ এলাকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গফরগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আক্তারুজ্জামান বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির একাংশের নেতাকর্মীরা উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে ও রেললাইনে আগুন দেয়। এতে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার বিকেলে গফরগাঁও-ভালুকা সড়ক, গফরগাঁও-কিশোরগঞ্জ সড়ক, নান্দাইল ও ত্রিশালমুখী সড়কে যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রবিবার আন্দোলনে সকাল থেকে চারবার গফরগাঁওয়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। এতে অন্তত ১০টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর শহরের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেন বিক্ষুব্ধরা।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. মোফাখারুল ইসলাম রানা বলেন, “দল এই আসনে যাকে মনোনয়ন দিয়েছে, আমি তার সঙ্গে আছি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা বিশৃঙ্খলা করছেন এবং রেল আটকে দিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেন; দল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT