1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সোহেল রানার ক্ষোভ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সোহেল রানার ক্ষোভ

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার দেখা হয়েছে
অভিনেতা সোহেল রানা

বিনোদন প্রতিবেদক || জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। একই সঙ্গে দুই মুক্তিযোদ্ধা—মেজর (অব.) আখতারুজ্জামান ও কর্নেল অলি আহমেদের জামায়াতের সঙ্গে যুক্ত হওয়া নিয়েও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এ পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করে ক্ষোভ প্রকাশ করলেন মুক্তিযোদ্ধা ও অভিনেতা সোহেল রানা। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, “সেই তো তোদের আসল রূপ দেখালি। তবে এতদিন জনগণকে কেন বোকা বানালি।”

যদিও এ পোস্টে সরাসরি কোনো দল বা কারো নাম উল্লেখ করেননি সোহেল রানা। তবে কমেন্ট বক্সে পাঠকদের প্রতিক্রিয়ায় বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। অনেকেই সেখানে এনসিপির নাম উল্লেখ করে মন্তব্য করেছেন।

এরপর আরেকটি পোস্টে আরো কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান সোহেল রানা। সেখানে তিনি মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান ও কর্নেল অলি আহমেদের নাম উল্লেখ করে লেখেন, “আখতারুজ্জামান, অলি আহমেদ—ধিক তোমাদের দুজনকে।”

সোহেল রানা একজন বীর মুক্তিযোদ্ধা ও ছাত্রনেতা হিসেবে একসময় রাজনীতিতে সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি সরাসরি রণাঙ্গনে অংশ নেন। স্বাধীনতার পর চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ১৯৭২ সালে ‘ওরা ১১ জন’ চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে এই অঙ্গনে পা রাখেন তিনি। সিনেমাটিতে সত্যিকারের মুক্তিযোদ্ধারা অভিনয় করেন। চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধভিত্তিক অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT