1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দুইটায় ইনকিলাব মঞ্চে নেতাকর্মীসহ ছাত্র-জনতা শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন।

এসময় তাদেরকে ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘আমার ভাই মরল কেন, ইন্টিরিম জবাব দে’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগের চামড়া, তুলে নিবো আমরা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

অবরোধের প্রথমদিন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছিলেন, “আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করতে সরকারকে সময় দিয়েছিলাম। সরকার ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করা না হয় অবরোধ কর্মসূচি চলবে।”

ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি থেকে চার দফা দাবি ঘোষণা করা হয়েছে-

* খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

* বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

* ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সকল খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

* সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স এর মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোষরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় হামলার শিকার হন তিনি। চলন্ত রিকশায় থাকা হাদির মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় আততায়ী। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১৫ ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর মারা যান শরিফ ওসমান বিন হাদি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT