1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন তারেক রহমান - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ফটো।

নিজস্ব প্রতিবেদক || জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সার্বিক পরিস্থিতি ও সম্ভাব্যতা বিবেচনা করে এ কর্মসূচি চূড়ান্ত করা হবে।

রবিবার (২৮ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আহমেদ আলমগীর এ তথ্য জানান।

তিনি বলেন, “জুলাই শহীদদের প্রতি সম্মান জানাতে কবর জিয়ারতের বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজনের বিষয়েও চিন্তাভাবনা চলছে।”

এদিকে, রবিবার প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন তারেক রহমান। এদিন তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসে দলের সাংগঠনিক অবস্থা ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কার্যালয়ে তিনি দুই তলায় অবস্থিত নিজের দাপ্তরিক কক্ষে বসে বৈঠক পরিচালনা করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথমবারের মতো কার্যালয়ে অফিস করেছেন। নির্বাচনসংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনকে সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দলের সাংগঠনিক প্রস্তুতি ও রাজনৈতিক কার্যক্রম নিয়েও বিস্তারিত কথা হয়েছে।”

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT