1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে

বগুড়া প্রতি‌নি‌ধি || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির স্থানীয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলের পর বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি এবারের নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে আমরা আজ মনোনয়নপত্র দাখিল করলাম। তিনি বগুড়াবাসীর কাছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার (তারেক রহমান ) নিজের জন্য দোয়া চেয়েছেন। তিনি খুব শিগগিরই বগুড়ায় আসবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বগুড়াবাসীর পক্ষে গণসংবর্ধনা দেবে জেলা বিএনপি।

তারেক রহমান এবার বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করছেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনি লড়াইয়ে তার এই সরাসরি অংশগ্রহণ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT