1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
‘বিকল্প প্রার্থী’ হিসেবে সিলেটে ৩ জনকে মনোনয়ন দিল বিএনপি - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

‘বিকল্প প্রার্থী’ হিসেবে সিলেটে ৩ জনকে মনোনয়ন দিল বিএনপি

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই দফায় সিলেট বিভাগের ১৮টি আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এবার তিনটি আসনে ‘বিকল্প প্রার্থী’ হিসেবে আরো তিনজনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সিলেট বিভাগে মোট ১৯টি আসনের মধ্যে জোটভুক্ত অন্য দলের জন্য একটি আসন বরাদ্দ রাখা হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) রাতে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের ২০ ডিসেম্বরের ও ২৭ ডিসেম্বরের স্বাক্ষর করা তিনটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এসব চিঠি অনুযায়ী, সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয় সিলেট জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকে। সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা) আসনে তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে এবং সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপজেলায় মনোনয়ন দেওয়া হয় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও যুক্তরাজ্য প্রবাসী তাহির রায়হান চৌধুরী পাভেলকে।

এ বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেটের দায়িত্বপ্রাপ্ত) জি কে গউছ বলেছেন, দলের পরিকল্পনা অংশ হিসেবে বিকল্প প্রার্থী রাখা হচ্ছে। এজন্যই তিনজনকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের সময় দলের নির্দেশনা দেওয়ার পর যাকে বলা হবে, তিনি দলীয় মনোনয়ন প্রত্যাহার করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT