1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
শোকের সময়ে অস্থিতিশীলতা রোধে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শোকের সময়ে অস্থিতিশীলতা রোধে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে
মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। ছবি: টিভি থেকে নেওয়া।

নিউজ ডেস্ক || সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই শোকের সময়ে কোনো মহল যেন অস্থিতিশীলতা সৃষ্টি বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দেন।”

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন দেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে।”

স্বৈরাচার, ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল স্মরণ করবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূণ্যতা পূরণ হবার না।”

“এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদার্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।” বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা না নাশকতার অপচেষ্টা চালাতে না পারে। সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এ সময়ে আপনাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।”

রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজাসহগ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখায় জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT