1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
চায়ের রাজধানী শ্রীমঙ্গলে হোটেল ডি’মোরের সফট ওপেনিং - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

চায়ের রাজধানী শ্রীমঙ্গলে হোটেল ডি’মোরের সফট ওপেনিং

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || হোটেল ডি’মোর শ্রীমঙ্গলের সফট ওপেনিং হলো গত শুক্রবার বাদ জুম্মা মিলাদের পর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম‍্যন জি কে লালা, পরিচালক জমিরুল হক চৌধুরী, কোম্পানী সেক্রেটারি অরুবিন্দ চৌধুরীসহ স্থানীয় কর্মকর্তা ও কর্মচারীরা।

হোটেল ডি’মোর শ্রীমঙ্গলে নিয়ে এলো নতুন সব আয়োজন। চা বাগানের কাছে গ্রাহককে প্রকৃতির মাঝে এক অসাধারণ তিন তারকা মানের সেবা দিতে তারা বদ্ধ পরিকর। বাংলাদেশের প্রথম চেইন তিন তারকা হোটেল ডি’মোর বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন শিল্পে ইতোমধ্যেই আস্থা অর্জন করেছে। কক্স টুডে বা ডি’মোর দীর্ঘদিন ধরে পাঁচ তারকা ও তিন তারকা মানের সেবা দিয়ে আসছে। কক্সবাজার, শ্রীমঙ্গল, সাজেক, বান্দরবান ও কুয়াকাটা ঘুরতে গেলে ভ্রমণপিপাসুরা বেছে নেন কক্স টুডে ও ডি’মোরকে।

কক্স টুডে ও ডি’মোরের পরিচালক মহিউদ্দিন খান খোকন (সেলস অ্যান্ড মাকেটিং) বলেন, আমরাই বাংলাদেশে প্রথম পর্যটন নগরীগুলোতে তিন তারকা ও পাঁচ তারকা মানের চেইন হোটেল শুরু করেছি। ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে চাইলে যেতে পারেন পাহাড়ের সৌন্দর্যের সাজেক ও বান্দরবানে তিন তারকা ডি’মোরে।

চায়ের দেশ শ্রীমঙ্গলে রিসোর্টে পাবেন সাধ্যের মধ্যে সব সুবিধা। ডি’মোর মূলত কক্সবাজারের ঐতিহ্যবাহী ফাইভ স্টার হোটেল কক্স টুডের অঙ্গ প্রতিষ্ঠান। সদ্য যাত্রা শুরু করা এসব তিন তারকা হোটেলগুলোতে চলছে বিশেষ ছাড়। বিশেষ করে ডি মোর ও কক্সটুডে নিয়ে এসেছে লয়ালটি কার্ড যাতে থাকছে নানা সুযোগ সুবিধা ও প্রায়োরিটি সেবা।

ডি’মোর শ্রীমঙ্গল সফট ওপেন উপলক্ষে থাকছে নানা আয়োজন ও দর্শনার্থীদের জন্য বিশেষ ছাড়। মহিউদ্দিন খান খোকন জানান, চাইলে দিতে পারবেন অগ্রিম রুম বুকিং। কক্সবাজারের কক্স টুডেতে যেমন আমরা আমাদের গেস্টদের সুযোগ-সুবিধার ব্যাপারে কোনো আপস করি না, আমাদের ডি’মোর চেইনগুলোতেও ঠিক তেমনই সুবিধা থাকে।

তিনি বলেন, কক্সবাজারকে বলা হয় দেশের পর্যটন রাজধানী ও কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা। পৃথিবীর দীর্ঘতম সৈকত কক্সবাজার। যতই মন খারাপ থাকুক, সাগরের বিশালতার সামনে দাঁড়ালে নিমিষেই মন ভালো হয়ে যায়। কিন্তু, ভ্রমণের জায়গাটি হতে হবে নিরাপদ, ঝামেলামুক্ত। এজন্যই কক্সবাজার ও কুয়াকাটায় আছে ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল কক্সটুডে ও ডি’মোর কুয়াকাটা। সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, বিশাল সমুদ্র।

বিপুল পর্যটকদের রাত্রিযাপন নিশ্চিত করতে সমুদ্র সৈকতের কাছে তৈরি করা হয়েছে অসংখ্য আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট এবং কটেজ। কিন্তু, সবগুলোতে নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। নেই নিরাপত্তা। অনেক সময় ছুটির দিনগুলোতে পর্যটকরা রুম পান না। অনেক হোটেলে আছে নানা সমস্যা। কিন্তু, হোটেল কক্সটুডে ও ডি’মোর কুয়াকাটা এসব দিক থেকে ব্যতিক্রম ও ঐতিহ্যবাহী। দীর্ঘদিন ধরে একইরকমভাবে গ্রাহকদের পাঁচ তারকা ও তিন তারকা মানের সুযোগ-সুবিধা দিয়ে আসছে। কক্সবাজারে অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী এই হোটেলে নিরাপত্তা, সার্ভিস সুবিধা, কাস্টমারকে সন্তুষ্ট করতে তাদের আছে নানা ব্যবস্থা। এমনকি, রয়েছে নিজস্ব প্রাইভেট বিচ। সেখানে থাকতে দুই রাত, দুই দিনের একোমোডেশন, ব্রেকফাস্টসহ নানা সময়ে থাকে অসাধারণ প্যাকেজ। আমাদের আছে পাহাড়ে ডি’মোর বান্দরবান ও ডি’মোর সাজেক। পাহাড়কে শতভাগ উপভোগ করতে এই দুটোর বিকল্প নেই। চায়ের দেশেও আছে ডি’মোর শ্রীমঙ্গল।

তিনি বলেন, আমরা আমাদের গেস্টদের সুযোগ-সুবিধার ব্যাপারে কোনো আপস করি না। আমাদের প্রতিটি ইউনিট শতভাগ কর্পোরেট, প্রশিক্ষণপ্রাপ্ত ও আন্তরিক। আমাদের সব সুযোগ-সুবিধার মধ্যে অন্যতম ওয়েলকাম ড্রিংকস, ব্রেকফাস্ট (বুফে), এসি ও গিজার ফ্যাসিলিটি, আনলিমিটেড ওয়াই-ফাই, ইনরুম মিনারেল ওয়াটার, কফি-চা, সুবিশাল সুইমিং পুল, জাকুজি, বাগান, রাতে পুলসাইড লাইভ মিউজিক ও বারবিকিউ, মজাদার খাবার, ২৪ ঘণ্টা রুম সার্ভিস এবং অন্যান্য সুবিধা। প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী দ্বারা নিয়ন্ত্রিত ব্যবস্থা, পার্কিং সুবিধা, রেস্টুরেন্ট সার্ভিস এবং রুম সার্ভিসসহ অন্যান্য সুবিধা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT