নিজস্ব প্রতিবেদক || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।