1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডের পেছনে শ্যাম্পেনের স্পার্কলার - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডের পেছনে শ্যাম্পেনের স্পার্কলার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || সুইজারল্যান্ডের জনপ্রিয় স্কি রিসোর্ট ক্রঁ-মন্তানা’তে একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের অন্তত ৪০ জন নিহতের ঘটনায় দেশটির কর্তৃপক্ষ তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এতে জানানো হয়েছে, শ্যাম্পেন বোতলের সঙ্গে লাগানো স্পার্কলার ছাদের খুব কাছাকাছি চলে যাওয়ায় আগুনের সূত্রপাত হয়। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

ভ্যালাই ক্যান্টনের অ্যাটর্নি জেনারেল বেয়াত্রিস পিলু এক সংবাদ সম্মেলনে জানান, আগুনের উৎস নিয়ে একাধিক সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তদন্তকারীরা ধারণা করছেন, শ্যাম্পেন বোতলের সঙ্গে লাগানো স্পার্কলার ছাদের খুব কাছাকাছি চলে যাওয়ায় আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেছেন, “আমরা কোনো সম্ভাবনাই বাদ দিচ্ছি না। তবে বর্তমানে যে ধারণা সবচেয়ে জোরালো, তা হলো স্পার্কলার থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।”

অ্যাটর্নি জেনারেল জানান, তদন্ত এলাকায় ব্যবহৃত উপকরণ, বারের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, এর ধারণক্ষমতা এবং আগুন লাগার সময় ভিতরে থাকা লোকের সংখ্যার উপর আলোকপাত করা হবে। ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় বিচারের প্রয়োজন হবে কিনা তা খতিয়ে দেখা হবে উল্লেখ করে তিনি বলেন, “যদি তাই হয় এবং যদি সেই লোকেরা এখনো বেঁচে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।”

নতুন বছরের প্রথম প্রহরে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করছেন কর্মকর্তারা। সে রাতের দুটি ছবি বিবিসির হাতে এসেছে। বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে যে অনলাইনে শেয়ার হওয়া ছবি দুটি সুইজারল্যান্ডের ক্রঁ-মন্তানা স্কি রিসোর্টের নাইটক্লাবের ভেতরে তোলা হয়েছে। দাবি করা হচ্ছে, ছবিগুলো নববর্ষের রাতে আগুন লাগার শুরুর সময়ের। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, কয়েকজন মানুষ বোতল উঁচিয়ে ধরেছে, বোতলে জ্বলন্ত স্পার্কলার লাগানো আছে এবং ছাদের ওপর আগুনের মতো কিছু দেখা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT