1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
বাংলাদেশ-ভারতের সম্পর্কে রাজনৈতিক প্রভাব পড়বে না: উপদেষ্টা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

বাংলাদেশ-ভারতের সম্পর্কে রাজনৈতিক প্রভাব পড়বে না: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সর্ম্পকের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব পড়বে না। দুই দেশের মধ্যে এখনো বাণিজ্য চলছে।”

রবিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “ভারত থেকে আমরা চাল আমদানি করি। তারাও এটা বিক্রি করেন। আমরা এটাকে রাজনৈতিকভাবে দেখি না। বাজারটা কিন্তু ক্রেতা ও বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। আমরা এটাকে দেখি বাজার মেকানিজম হিসেবে। যেখানে আমরা কম দামে পাই, সেখান থেকে কিনি।”

খাদ্য মজুত পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “বাংলাদেশে খাদ্যের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই। বর্তমান খাদ্য মজুদ অত্যন্ত সন্তোষজনক। গত পাঁচ বছরের তুলনায় বর্তমান খাদ্য মজুত সবচেয়ে বেশি।”

খাদ্য উপদেষ্টা জানান, গত ১ জানুয়ারি সরকারি খাদ্য গুদামে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত ছিল। এর মধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান।

তিনি বলেন, আমাদের দেশে গমের চাহিদা বছরে ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে দেশে উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক টন। বাকিটা আমাদের আমদানি করতে হয়। চালের সিংহভাগই লোকাল, কিছু পরিমাণ ইমপোর্ট করা হয়েছে। আরো কিছু পরিমাণ ইমপোর্ট চ্যানেলের মধ্যে আছে।

এবার চাল আমদানির পরিমাণটা কত হতে পারে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, ঠিক এ মুহূর্তে এটা বলা সম্ভব নয়। আরো কয়েক মাস পরে বলতে পারব। তবে, এটা ঠিক, অন্যান্য বছরের তুলনায় ইমপোর্টের পরিমাণটা এবার কম হবে বলে আশা করছি।

খাদ্য উপদেষ্টা বলেন, গত বছর নতুন সরকার গঠন এবং সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম কিছুটা বেড়েছিল। এ বছর সরকারের ভালো প্রস্তুতির কারণে চালের দাম সহনীয় পর্যায়ে আছে। আশা করছি, এ অবস্থা বজায় থাকবে।

নির্বাচন-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতিতে কোনো ধরনের ঘাটতি নেই। নির্দিষ্ট সময়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন সব প্রস্তুতি গ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT