1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
মধ্যরাতে আদালতে পাঠানো হলো বৈষম্যবিরোধী নেতা মাহদীকে - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

মধ্যরাতে আদালতে পাঠানো হলো বৈষম্যবিরোধী নেতা মাহদীকে

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে শনিবার মধ্যরাতে আদালতে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি || জুলাই আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

শনিবার রাত ১২টায় তাকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম‍্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

রাত পৌনে ৮টায় হবিগঞ্জ শহরের শাস্তানগর এলাকার একটি বাসা থেকে মাহদীকে গ্রেপ্তার করে পুলিশ। জানতে পেরে সঙ্গে সঙ্গে সদর থানার সামনে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

তারা মাহদীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন ও স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী এসে থানার সামনে অবস্থান নেয়।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা থানায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। শেষপর্যন্ত রাতেই তাকে আদালতে পাঠানোর সিদ্ধান্ত হয়।

হবিগঞ্জ জেলার বৈষম্যরোধী আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদার বিষয়টি নিশ্চিত করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, “ওসমান হাদি সারা বাংলাদেশে জন্মেছেন। এই মাহদী হবিগঞ্জের হাদি। পুলিশ আমাদের বলেছে হত‍্যার কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি। থানায় সৃষ্ট পরিবেশের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে। ৫ আগস্টের ঘটনায় কোনো মামলা যেহেতু চলবে না, সেহেতু এই মামলাতেও গ্রেপ্তার করার কোনো সুযোগ নেই। আমরা মাহাদীকে জামিনে মুক্ত করে আনন্দ মিছিল করব। ততক্ষণ সবাইকে শান্ত থাকতে হবে।”

তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার শায়েস্তাগঞ্জ থানায় ওসির সঙ্গে বাগবিতণ্ডার জড়ান মাহদী। তার আক্রমণাত্মক কথার ভিডিও ভাইরাল হয়। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করলে ফেসবুকে ঘোষণা দিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বৈছাআ নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT