1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
২৪ বছর পর ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার সিক্যুয়েল! - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

২৪ বছর পর ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার সিক্যুয়েল!

রিপোর্টারের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে
‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার দৃশ্য

বিনোদন ডেস্ক || করন জোহর পরিচালিত বহুল আলোচিত বলিউড চলচ্চিত্র ‘কাভি খুশি কাভি গাম’। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশান, কারিনা কাপুর খানের মতো শিল্পীরা অভিনয় করেন চলচ্চিত্রটিতে। যশরাজ ফিল্মস প্রযোজিত এ চলচ্চিত্র ২০০১ সালে মুক্তির পর দারুণ সাড়া ফেলেছিল। দুই যুগ পরও এখনো দর্শক মনে রেখেছেন এই চলচ্চিত্রের কথা।

দীর্ঘ বিরতির পর নির্মিত হতে যাচ্ছে ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার সিক্যুয়েল। এটিও পরিচালনা করবেন করন জোহর। তার পরিচালিত অষ্টম সিনেমাটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রজেক্ট। তবে যশরাজ ফিল্মস নয়, ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হবে এটি। ২০০১ সালের কাল্ট ক্ল্যাসিক ‘কাভি খুশি কাভি গাম’-এর আবহে তৈরি হবে দ্বিতীয় পার্ট। চলুন জেনে নিই, সিনেমাটি নিয়ে আর যা জানা গেল—

পরিচালকের ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা
পরিচালক করন জোহরের এখন পর্যন্ত সবচেয়ে বড় বাজেট ও স্কেলের সিনেমা হতে যাচ্ছে এটি। পারিবারিক ড্রামা ঘরানার সিনেমাটির গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে শক্তিশালী রোমান্স ও আবেগ; যা এই নির্মাতার সিগনেচার স্টাইলের সঙ্গে মানানসই। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা; বছরের শেষ দিকে শুটিং শুরু হবে বলে জানা গেছে।

প্রধান চরিত্র চারটি
নতুন বছরের শুরুতে বহুল প্রতীক্ষিত এই প্রজেক্টের চিত্রনাট্য চূড়ান্ত করেন করন জোহর। পারিবারিক ড্রামা ঘরানার এই সিনেমায় প্রধান দুজন পুরুষ ও দুজন নারী চরিত্র থাকবে। খুব শিগগির শিল্পী নির্বাচনের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ এসব চরিত্রে কারা অভিনয় করবেন, তা নিয়ে ইতোমধ্যে ইন্ডাস্ট্রির অন্দরমহলে জল্পনা শুরু হয়েছে। ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার ব্যাপক জনপ্রিয়তা কারণে সিনেমাটির নতুন পার্টের তারকাবাছাইয়ের বিষয়টিও এখন তুঙ্গে।

সিনেমার নাম কী হবে?
গুঞ্জন রয়েছে, সিনেমাটির নাম হতে পারে—‘কাভি খুশি কাভি গাম টু’ বা ‘কে৩জি টু’। যদিও এ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবে…
‘কাভি খুশি কাভি গাম টু’ সিনেমা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি করন জোহর। তবে একটি সূত্র পিঙ্কভিলাকে বলেন, “রকি আউর রানি কি প্রেম কাহানি’ এর মতো একটি রোমান্টিক ফ্যামিলি কমেডি দিয়ে দারুণ সাফল্য পাওয়ার পর, করন আবার ফ্যামিলি-ড্রামার জগতে ফিরছেন। এটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে বড় স্কেলের সিনেমা।”

করন জোহরের সাফল্যের তালিকা
১৯৯৮ সাল থেকে পরিচালক হিসেবে একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন করন জোহর। তার পরিচালিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না কহেনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নির্মিত ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’। এ সিনেমার সাফল্যের পর খাঁটি পারিবারিক ড্রামা জগতে ফিরছেন করন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT