1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সব স্থানে প্রবেশের অনুমতি পাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সব স্থানে প্রবেশের অনুমতি পাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ভোট কেন্দ্রসহ যেকোনো স্থানে যেকোনো সময় প্রবেশ করতে পারবে। এর উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা প্রতিহত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনী মাঠ পর্যায়ে সমন্বিত ও সক্রিয়ভাবে কাজ করবে। রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।এছাড়া দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো ও সব বাহিনীর তথ্য-উপাত্ত সমন্বয় করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
উপদেষ্টা এ সময় রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “ফ্যাসিস্ট বা নাশকতাকারীরা যেন রাজনৈতিক দলের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।”

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও আইজিপি বাহারুল আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT