1. [email protected] : admin :
  2. [email protected] : Golam Saroar : Golam Saroar
প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুরু - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) থেকে নির্বাচন কমিশনে (ইসি) রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দাখিল করতে পারছেন প্রার্থীরা।

ইসি সূত্র জানায়, মনোনয়ন যাচাই-বাছাই শেষে সারা দেশে মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এসব প্রার্থীর আপিল গ্রহণের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।
আপিল দাখিলের শেষ সময় আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। এরপর জমা পড়া আপিলগুলো নির্বাচন কমিশন ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে।

সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচন ভবনে স্থাপিত আপিল বুথগুলো পরিদর্শন করেন।

ইসি জানায়, অঞ্চলভিত্তিক বুথে সংশ্লিষ্ট জেলার মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।

বুথভিত্তিক জেলা বণ্টন:
১ নম্বর বুথ (খুলনা অঞ্চল): মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা।
২ নম্বর বুথ (রাজশাহী অঞ্চল): জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা
৩ নম্বর বুথ (রংপুর অঞ্চল): পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা
৪ নম্বর বুথ (চট্টগ্রাম অঞ্চল): চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান
৫ নম্বর বুথ (কুমিল্লা অঞ্চল): ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর
৬ নম্বর বুথ (সিলেট অঞ্চল): সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ
৭ নম্বর বুথ (ঢাকা অঞ্চল): টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ
৮ নম্বর বুথ (ময়মনসিংহ অঞ্চল): জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা
৯ নম্বর বুথ (বরিশাল অঞ্চল): বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর
১০ নম্বর বুথ (ফরিদপুর অঞ্চল): রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর
ইসি কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT